আজকাল ওয়েবডেস্ক: দেশের কিংবদন্তি ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে গিয়ে এভাবে যে বিড়ম্বনার মুখে পড়তে হবে, তা কি কেউ আগে জানতেন! ওয়াসিম আক্রমের বিকৃত স্ট্যাচু নিয়ে গোটা পাকিস্তান জুড়ে চলছে হাসাহাসি, রসিকতা। উঠেছে কটাক্ষের ঝড়।
'সুলতান অফ সুইং' বলে পরিচিত ওয়াসিম আক্রমের পূর্ণাবয়ব স্ট্যাচু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা। হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে এই স্ট্যাচু তৈরি করা হয়েছে আক্রমের।
![]()
স্ট্যাচুতে দেখা যাচ্ছে আক্রম ১৯৯৯ সালের বিশ্বকাপের জার্সি পরে রয়েছেন। বল করার সময়ে তাঁর শরীরের অবস্থান যেরকম থাকত, সেরকমই রয়েছে স্ট্যাচুতে। কিন্তু তাঁর মুখের ধরন দেখে মনে হচ্ছে স্ট্যাচুর আক্রম অনেক বয়সি। ১৯৯৯ সালের আক্রম এটি নয়। যা দেখার পরে ভক্তরা অবাক হয়ে গিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''ওয়াসিম আক্রম কি জানে এটা ও?'' আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''১০ শতাংশ সিমেন্ট আর ৯০ শতাংশ হতাশা দিয়ে তৈরি হয়েছে মূর্তিটি।'' আরেক ভক্ত লিখেছেন, ''ওয়াসিম আক্রমকে দেখে মনে হচ্ছে সিলভেস্টার স্ট্যালন।''
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন তেণ্ডুলকরের মূর্তিটি নিয়েও প্রায় একইরকমের সমালোচনা হয়। ভক্তরা শচীনের মূর্তির সঙ্গে অস্ট্রেলিয়ান প্রাক্তন তারকা স্টিভ স্মিথের মিল খুঁজে পেয়েছিলেন।
![]()
কেরিয়ারের মধ্যগগনে থাকার সময়ে বলকে কথা বলাতেন আক্রম। ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে দু'বলে দুই উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। অ্যালান ল্যাম্ব ও ক্রিস লুইসকে পরপর দু'বলে বোল্ড করার দৃশ্য এখনও টাটকা ভক্তদের মনে। ব্যাটিংয়েরও হাত ভাল ছিল আক্রমের। টেস্টে অপরাজিত ২৫৭ রানের ইনিংস খেলেছিলেন আক্রম। এহেন কিংবদন্তির স্ট্যাচু নিয়েই পাকিস্তানে এখন প্রবল চর্চা। তীব্র সমালোচনার শিকার হচ্ছেন স্থপতি।
