আজকাল ওয়েবডেস্ক: মাত্র সাত রানে অল আউট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনাই ঘটেছে নাইজেরিয়া বনাম আইভরি কোস্ট ম্যাচে। সাত রান করায় সর্বনিম্ন দলীয় রানের বিশ্ব রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল আফ্রিকান কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল 
আইভরি কোস্ট ও নাইজেরিয়া। 

প্রথমে ব্যাট করে নাইজেরিয়া। ৪ উইকেটে ২৭১ রান করে তারা। জবাবে ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই শেষ হয়ে যায় আইভরি কোস্ট। আইভরি কোস্টের ওপেনার ওত্তারা মহম্মদ চার রান করেন। তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান করেন। কোনও বাউন্ডারি নেই, ওভার বাউন্ডারির প্রশ্নই ওঠে না। মিমি অ্যালেক্স ও কিপার-ব্যাটার মাইগা ইব্রাহিম এক রান করেন। ছ' জন ব্যাটার খাতাই খোলেননি। 

নাইজেরিয়া ২৬৪ রানে ম্যাচটা জেতে। বিশাল ব্যবধানে ম্যাচটা নাইজেরিয়া জিতলেও তা কিন্তু রেকর্ড নয়। কারণ গাম্বিয়াকে  ২৯০ রানে হারিয়ে রেকর্ড জিম্বাবোয়ের। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বনিম্ন রান ছিল ১০। মঙ্গোলিয়া বনাম সিঙ্গাপুর এবং আইল অব ম্যান বনাম স্পেন ম্যাচে ১০ ছিল সর্বনিম্ন রান। এদিন আইভরি কোস্ট ছাপিয়ে গেল আগের রেকর্ডও।