আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বয়স কেবল সংখ্যামাত্র! বয়সকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এখনও গোলরক্ষা করে চলেছেন ফ্লুমিনেন্সের ফ্যাবিও। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে এদিনই থেমে গিয়েছে ফাবিওর পরিক্রমা। চেলসির কাছে ২-০ গোলে হার মেনেছে ফ্লুমিনেন্স। 

৪৪ পেরিয়েছেন। ৪৫-এ পা দিতে চলেছেন তিনি।   এবার তাঁর সামনে হাতছানি দিচ্ছে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড। 

ফাবিওর পাখির চোখ আরও বড় রেকর্ড। সবচেয়ে বেশি অফিসিয়াল ম্যাচ খেলার রেকর্ড। 

এই তালিকায় সবার উপরে ইংল্যান্ডের পিটার শিলটন। তিনি খেলেছেন ১৩৯০টি ম্যাচ। ফাবিও ইতিমধ্যেই খেলে ফেলেছেন  ১,৩৭৮টি ক্লাব ম্যাচ। আর কয়েকটি ম্যাচ খেললেই ইতিহাসের পাতায় উঠে যাবে ফাবিওর নাম। 

চুক্তি নবীকরণ করেছেন তিনি। ফলে আর কয়েকজিনের মধ্যেই হয়তো নতুন রেকর্ড। তাঁর সঙ্গে লড়াইয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

১৯৯৭ সালে কেরিয়ার শুরু হয়েছিল ফাবিওর। ২০০৪ সালের কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। কোনও ম্যাচ অবশ্য খেলেননি তিনি। 

ক্লাব ফুটবলে তাঁর কীর্তির অভাব নেই।  দীর্ঘ ফুটবল কেরিয়ারে ফাবিও খেলেছেন একাধিক কিংবদন্তি ফুটবলারের বিরুদ্ধে। রোনাল্ডো, রোনাল্ডিনহোর পেনাল্টিও বাঁচান। এহেন ফাবিও দিনে ঘুমোন মাত্র ৩ ঘণ্টা।  ‘শর্ট স্লিপ সিনড্রোম’ তাঁর। কম ঘুমিয়ে ফাবিও একের পর এক কীর্তি গড়ছেন।