আজকাল ওয়েবডেস্ক:‌ শুভমান গিলকেও টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। এজবাস্টনে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছেন শুভমন গিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক টেস্টে সর্বাধিক রান এখন গিলেরই। এদিকে তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসেই ত্রিশতরান করেছেন তিনি। এই কীর্তি বিশ্বের আর কোনও অধিনায়কের নেই।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হওয়ায় জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর বদলে মুল্ডার অধিনায়ক হয়েছেন। বাভুমার তিন নম্বরেই ব্যাট করতে নেমেছেন তিনি। তাঁকে থামাতে পারেননি জিম্বাবোয়ের বোলারেরা। ২৯৭ বলে ৩০০ রান করেছেন তিনি। দ্রুততম ত্রিশতরানের রেকর্ড রয়েছে বীরেন্দ্র শেহবাগের দখলে। বীরু চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭৮ বলে ৩০০ করেছিলেন।


দ্রুততম ত্রিশতরান করতে না পারলেও অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডৌলিংয়ের দখলে। ১৯৬৮ সালে ভারতের বিরুদ্ধে ২৩৯ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড অনেক আগেই ভেঙে ফেলেছেন মুল্ডার।


এই প্রতিবেদন লেখা অবধি মুল্ডার ৩৬৭ রানে অপরাজিত। দল ডিক্লেয়ার করেছে ৬২৬/‌৫ রানে। কনিষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ত্রিশতরানের নজির গড়েছেন তিনি।