আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত শর্মার উত্তরসূরি কে হতে চলেছেন?‌ নির্বাচকরা একাধিক নাম নিয়ে আলোচনা করছেন। তবে পাল্লা ভারী তরুণ ব্যাটার শুভমান গিলের। 


বুধবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। জুনে ভারত যাবে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে। শোনা যাচ্ছে গিলকে অধিনায়ক করতে চান নির্বাচকরা। যদিও বর্ডার গাভাসকার ট্রফিতে দুটি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন বুমরা। যার একটি টেস্ট জিতেছিল ভারত। বুমরা পাঁচ টেস্টে নিয়েছিলেন ৩২ উইকেট। কিন্তু বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে তাঁকে আর অধিনায়ক করতে চাইছে না বোর্ড। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে সব ম্যাচ খেলানো নাও হতে পারে। 


আগামী কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ড সিরিজের দল নির্বাচন হবে। অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে হেড কোচ গৌতম গম্ভীরেরও থাকার কথা। প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন হেডিংলিতে। বিসিসিআই চাইছে লম্বা সময়ের জন্য অধিনায়ক নির্বাচন করতে। সেক্ষেত্রে গিল সবচেয়ে বড় পছন্দ। কারণ বয়স সবে ২৫।


তালিকায় রয়েছেন লোকেশ রাহুলও। দেশকে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন রাহুল। জয় দুটো। হার একটা। বিরাট অবশ্য দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছিলেন। ৬৮ ম্যাচ অধিনায়ক ছিলেন। দল জিতেছিল ৪০ টেস্ট। তবে গিল কখনও দেশকে টেস্ট বা একদিনে নেতৃত্ব দেননি। টি২০ তে দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া সহ অধিনায়ক ছিলেন। সহ অধিনায়ক বুমরাও ছিলেন বর্ডার গাভাসকার ট্রফিতে। 


তবে ২০২০–২১ বর্ডার গাভাসকার ট্রফিতে টেস্ট অভিষেকের পর গিল কিন্তু লাল বলের ফর্ম্যাটে টানা খেলে যাচ্ছেন। তবে অনিল কুম্বলের মতো দেশের প্রাক্তনরা চাইছেন বুমরাকেই অধিনায়ক করা হোক।