১) সম্প্রতি বিজ্ঞানীরা দেখেছেন যে শিশুদের খুব ছোটবেলা থেকে, অর্থাৎ ৪ থেকে ৬ মাসের মধ্যে এবং নিয়মিতভাবে চিনাবাদামযুক্ত খাবার খাওয়ালে, তাদের নানারকম অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
2
6
২) জানা গিয়েছে, এই নতুন পদ্ধতির কারণে আমেরিকায় প্রায় ৬০,০০০ শিশু অ্যালার্জি হওয়া থেকে রক্ষা পেয়েছে।
3
6
৩) আগে মনে করা হত যে ছোটদের চিনাবাদাম দেরিতে দেওয়া উচিত। কিন্তু ২০১৫ সাল থেকে বিজ্ঞানীরা বলছেন, সঠিক সময়ে চিনাবাদাম শুরু করলে অ্যালার্জি উল্টে কমে যায়।
4
6
৪) নতুন নিয়ম চালু হওয়ার পর শিশুদের মধ্যে অ্যালার্জি হওয়ার হার ২৭% থেকে ৪০% এরও বেশি কমেছে।
5
6
৫) গবেষণায় দেখা গিয়েছে, ছোটবেলায় চিনাবাদাম খেলে সেই সুরক্ষা শুধুমাত্র ছোটবেলাতেই নয়, অনেক বছর ধরে (কৈশোর পর্যন্ত) বজায় থাকে।
6
6
৬) এক্ষেত্রে মনে রাখার বিষয়, শুধু একবার দিলেই হবে না, অ্যালার্জি এড়াতে চাইলে চিনাবাদামযুক্ত খাবার শিশুদের নিয়মিত খাওয়াতে হবে। তবে যাদের অ্যালার্জির ঝুঁকি খুব বেশি, তাদের প্রথমে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।