আজকাল ওয়েবডেস্ক: ভোররাত থেকে পরপর গুলির আওয়াজ। কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। জঙ্গি দমনে আবারও চলল গুলি। ফের সেনা ও জঙ্গির গুলির লড়াই চলছে কাশ্মীরে। এবার ঘটনাস্থল কিশতওয়ার। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত থেকে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায় জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। দু'পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই ওই এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ একযোগে তল্লাশি অভিযান চালায়। এখনও পর্যন্ত কোনও জঙ্গির নিকেশ হওয়ার খবর পাওয়া যায়নি।
সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছে, বুধবার ভোরে ছত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই শুরু হয়েছে। কোনও জঙ্গিকে খতম করা হয়েছে কি না, সেই ব্যাপারে এখনই কিছু জানানো হয়নি। তবে জঙ্গিদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলাগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছিল। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে আসছে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। গত সেপ্টেম্বরেই কিশতওয়ারে গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী।
গত সেপ্টেম্বর মাসেই উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনার। এক সেন জওয়ান ওই ঘটনায় আহত হয়েছিলেন। প্রায় একই সময়ে তল্লাশি চালিয়ে পুঞ্চ সেক্টর থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করে সেনা। বড় কোনও হামলার ছক ছিল বলেই এই অস্ত্র মজুত করা হয়েছিল বলে সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছিল।
জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ফের সন্ত্রাসবাদী দমন অভিযানকে ঘিরে তীব্র গুলির লড়াই চলে সেপ্টেম্বর মাসে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, জইশ-ই-মহম্মদের তিন থেকে চারজন জঙ্গিকে ওই এলাকায় ঘিরে ফেলা হয়েছে। সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হয়েছেন। প্রথমে সেনার তরফে জানানো হয়েছিল যে কিশ্তওয়ারেও একটি আলাদা গুলির লড়াই চলছে। তবে পরে স্পষ্ট করা হয়, এই অভিযান শুধুমাত্র উধমপুর জেলার মধ্যেই সীমাবদ্ধ।
২৬ জুন দুদু-বসন্তগড়ের জঙ্গলে সংঘর্ষে খতম হয় জইশ কমান্ডার হায়দার, যিনি প্রায় চার বছর ধরে ওই এলাকায় সক্রিয় ছিলেন। এর আগে ২৫ এপ্রিল একই এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছিলেন এক সেনা জওয়ান। অন্যদিকে, জম্মু-কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা কাশ্মীর উপত্যকার সাতটি জেলায়। শ্রীনগর, বারামুলা, অনন্তনাগ, কুপওয়ারা, হ্যান্ডওয়ারা, পুলওয়ামা এবং শোপিয়ানে ব্যাপক তল্লাশি চালানো হয়।
পহেলগাঁও কাণ্ডের পর গত জুলাই মাসে ‘অপারেশন মহাদেব’ -এর মাধ্যমে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিন জঙ্গিকে খতম করে সেনাবাহিনী। এর কয়েকদিন পরেই কাশ্মীরের কুলগাম এলাকায় ‘অপারেশন অখল’ চালিয়েছিল সেনা। গুলির লড়াইয়ে সেখানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।
