আজকাল ওয়েবডেস্ক: একে তো দেশের ক্রিকেটের এই হাল। তার উপর পাকিস্তান আবার হুমকি দিচ্ছে ভারতকে।
এটা ঘটনা গত তিন বছরে বড় প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে পাঁচটা ম্যাচ খেলে সবগুলো হেরেছে তারা। তার পরেও পাকিস্তানের হুমকি থামছে না। এশিয়া কাপের আগে ভারতকে আবার চ্যালেঞ্জ জানিয়েছে তারা।
আগামী মাসে এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১০ তারিখই ভারত প্রথম নামছে। সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত প্রতিযোগিতায় ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত–পাকিস্তান। সেই ম্যাচের আগে পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমাদের এই দলের ভারতকে হারানোর ক্ষমতা আছে। আমরা ভারতকে হারানোর জন্য তৈরি। আপনি মানুন বা না মানুন, বিশ্ব ক্রিকেটে ভারত–পাকিস্তানের থেকে বড় ম্যাচ নেই। এখন দু’দেশের মধ্যে কী সম্পর্ক তা সকলে জানে। আমরা পাকিস্তানের জন্য খেলব।’
২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের দাপটে ১০ উইকেটে জিতেছিল তারা। বাবর ও রিজওয়ান এশিয়া কাপের দলে সুযোগ পাননি।
২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির কাঁধে ভর করে টান টান ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৩ সালে এশিয়া কাপের পাশাপাশি এক দিনের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তার পরেও পাকিস্তানের হুঁশিয়ারি কমছে না। আবার ভারতকে চ্যালেঞ্জ করেছে তারা।
আরও পড়ুন: চোট দলীপ ট্রফি থেকে ছিটকে দিল ঈশানকে
শুধু ভারত নয়, বাকি সকল দেশকে হারানোর ক্ষমতাও তাঁদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আকিব। তিনি বলেছেন, ‘আমাদের দল যে কোনও দলকে হারাতে পারে। দলের ছেলেরা তৈরি। আমরা দেখিয়ে দেব, পাকিস্তান ক্রিকেট কী। দুবাইয়ে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। সেটা কাজে লাগাব।’
এদিকে, এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান। দল থেকে বাদ পড়েন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। সলমন আঘা দলকে নেতৃত্ব দেবেন। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয়েছে মহম্মদ হ্যারিসকে। দলে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। সুযোগ পান ফখর জামানও। এশিয়া কাপের দলে সুযোগ পান হ্যারিস রউফ, হাসান আলি এবং ফাহিম আশরাফ। তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব এবং হাসান নওয়াজও সুযোগ পান।
এদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারক কেদার যাদব জানিয়েছেন, এশিয়া কাপে দুই প্রতিবেশী দেশের ম্যাচ হবেই না। দেশের হয়ে খেলেছেন কেদার যাদব। আইপিএলে চেন্নাই সুপার কিংসেরও হয়েও খেলেছেন তিনি। এহেন কেদার যাদব বলেন, ‘আমার মনে হয় ভারতীয় দল মোটেও খেলবে না। ভারত যেখানেই খেলুক না কেন জিতবে। তবে এই ম্যাচটা হবে না। ভারত খেলবে না। আত্মবিশ্বাস নিয়ে বলছি কথাগুলো। অপারেশন সিঁদুর হিট।’ যদিও এশিয়া কাপের ভারত–পাক ম্যাচ হতে এখনও ঢের দেরি। তবে কেদার যাদব জানিয়ে দিলেন ভারত এই ম্যাচে নামবেই না।
