আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে পারিবারিক ঝগড়ার জেরে ভয়াবহ পরিণতি৷ খবর অনুযায়ী, মীমাংসার জন্য স্ত্রীর বাপের বাড়িতে ডেকে নিয়ে এক ৩৫ বছর বয়সি যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম মহম্মদ শাকিল। তাঁর স্ত্রীর নাম রাজিয়া সুলতানা। তাঁদের ১২ বছরের বিবাহিত জীবন। ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য।

জানা গিয়েছে, এই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। এ নিয়ে যুবতী থানায় একটি মামলাও করে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন শাকিলকে আলোচনার জন্য কেজি হল্লির এমএম অ্যাপার্টমেন্টের বেসমেন্টে ডাকা হয়েছিল। কিন্তু সেখানে আলোচনার বদলে তুমুল ঝগড়া শুরু হয়, যা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়।

পুলিশ জানিয়েছে, জবিউল্লা খান, ইমরান খান এবং ফায়াজ খান তিন অভিযুক্ত। তিনজন মিলে শাকিলকে হেলমেট দিয়ে মারেন, ঘুষি মারেন এবং বারবার লাথি মারতে থাকেন। মারধরের সময় শাকিল সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আঘাতে পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার জেরে শাকিলের স্ত্রী রাজিয়া সুলতানা এবং মুবিনা তাজ নামে আরও এক মহিলার বিরুদ্ধে কেজি হল্লি থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে, মারধরের ঘটনায় অভিযুক্ত তিনজন পুরুষকেই পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

অন্য একটি ঘটনায়, সামাজিক মাধ্যমে এক টেলিভিশন অভিনেত্রীকে অশ্লীল বার্তা এবং আপত্তিকর ভিডিও পাঠিয়ে হেনস্থা করার অভিযোগে বেঙ্গালুরুতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক নবীন কে। অভিযুক্ত হোয়াইটফিল্ডের একটি কোম্পানিতে ডেলিভারি ম্যানেজারের কাজ করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী অভিনেত্রী গত তিন মাস ধরে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা সময়ে কুরুচিকর মেসেজ পাচ্ছিলেন। তিনি ওই ব্যক্তির 'ফ্রেন্ড রিকোয়েস্ট' গ্রহণ না করা সত্ত্বেও অভিযুক্ত মেসেঞ্জারে নোংরা বার্তা পাঠিয়ে যেতেন।

অভিনেত্রী ব্লক করার পর, ওই ব্যক্তি বেশ কয়েকটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অভিনেত্রীকে আপত্তিকর ভিডিও পাঠাতে থাকে। অভিযোগ, এর মধ্যে তাঁর ব্যক্তিগত ভিডিও ক্লিপও ছিল। অভিনেত্রী বারবার সতর্ক করা সত্ত্বেও হেনস্থা বন্ধ হয়নি।

খবর অনুযায়ী, গত ১ নভেম্বর অভিযুক্ত আবার মেসেজ করলে, অভিনেত্রী তাঁকে বেঙ্গালুরুর একটি রেস্তোরাঁয় দেখা করতে বলেন। অভিনেত্রী তাঁকে মুখোমুখি সতর্ক করে বন্ধ করতে বললেও, তিনি সেই কথা শোনেননি বরং রুঢ় ব্যবহার করেন বলে অভিযোগ।