আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু শহরে সম্প্রতি এক অদ্ভুত ঘটনায় পথচারীদের চোখ কপালে উঠেছে। রূপেনা আগ্রহারা এলাকায় এক ব্যক্তি বাইক চালানোর সময় মাথায় হেলমেটের পরিবর্তে একটি ফ্রাইং প্যান পরে রাস্তায় ঘুরতে দেখা যায়। ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে বাইকে আরেকজন যাত্রী ছিলেন। তিনি মাথায় রান্নার কড়াই ধরে রেখেছিলেন, যেন সেটিই তার হেলমেট। রাস্তায় চলাচলরত মানুষজন দৃশ্যটি দেখে হাসতে শুরু করেন এবং কেউ কেউ ভিডিও রেকর্ড করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (টুইটার)-এ ছড়িয়ে পড়ে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাড়িওয়ালা ট্রাফিক থানার পুলিশ বিষয়টি নোট নেয়। থানার ইন্সপেক্টর সংবাদমাধ্যমকে জানান, “আমরা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও ঠিকানা সনাক্ত করেছি। অভিযুক্তদের নামে নোটিস জারি করা হবে এবং থানায় ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা মজার মন্তব্যও দেখা যায়। এক ব্যবহারকারী লিখেছেন, “শুধু বেঙ্গালুরুর মতো শহরেই ট্রাফিক এত বেপরোয়া হতে পারে যে রান্নার কড়াইও হেলমেটের বিকল্প হয়ে যায়! লোকটা যেন বলছে — সেফটি ফার্স্ট, ব্রেকফাস্ট লেটার।” আরেকজন মন্তব্য করেন, “বাইক এলে কড়াই নিয়ে বেরিয়ে পড়ো!” অন্য একজন রসিকভাবে লেখেন, “হয়তো স্ত্রী’র বেলুন  থেকে মাথা বাঁচাতেই কড়াইটা পরে অফিসে গিয়েছিল!”

তবে এই ঘটনার মধ্যে যেমন হাস্যরস আছে, তেমনি পুলিশের কপালে চিন্তার ভাঁজও পড়েছে। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ বারবার নাগরিকদের ISI মার্কা হেলমেট পরার অনুরোধ জানিয়েছে। তারা সতর্ক করেছে যে, এই ধরনের কৌশলে আইন এড়ানোর চেষ্টা বা রাস্তায় স্টান্ট করা ট্রাফিক নিয়ম ভঙ্গের শামিল এবং এতে প্রাণহানির আশঙ্কাও থেকে যায়।

পুলিশের এক কর্মকর্তা বলেন, “মজার ছলে করা এমন কাজের ফল হতে পারে ভয়াবহ। নাগরিকদের উচিত নিরাপত্তা নিয়ে রসিকতা না করা।”
এই ঘটনাটি আবারও প্রমাণ করল, বেঙ্গালুরুর ট্রাফিক জট ও নিয়মভঙ্গ নিয়ে মানুষের উদ্ভাবনী শক্তি যেমন প্রবল, তেমনি দায়িত্ববোধের অভাবও ক্রমশ প্রকট হচ্ছে।

 

?ref_src=twsrc%5Etfw">November 1, 2025