আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে প্রতিদিন ব্যবহার করা অনেক জিনিসপত্র আমরা বছরের পর বছর ধরে চালিয়ে যাই। কিন্তু এগুলোরও একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। সম্প্রতি ডাক্তার মানন ভোরা ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখিয়েছেন, বাড়ির সাধারণ ব্যবহার্য জিনিসপত্র কতদিন অন্তর বদলানো উচিত। ভিডিওটির শিরোনাম ছিল— “How often to replace household items?"। ভিডিওটি আপলোড হওয়ার পর এক লক্ষের বেশি ভিউ হয়েছে। অনেকেই ডাক্তার ভোরার পরামর্শকে প্রশংসা করেছেন, আবার অনেকে মজার মন্তব্যও করেছেন।

কোন জিনিস কতদিনে বদলাবেন?

বাথ ম্যাট:
আমরা প্রায়ই বছরের পর বছর বাথ ম্যাট ব্যবহার করি। কিন্তু এতে ব্যাকটেরিয়া জমে যায়। ডাক্তার ভোরার মতে, বাথ ম্যাট এক বছরের মধ্যেই বদলানো উচিত।

বেডশিট:
বেশিরভাগ মানুষই ভালো কাপড়ের বিছানার চাদর দীর্ঘদিন ব্যবহার করেন। কিন্তু তিনি জানিয়েছেন, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে বিছানার চাদর দুই বছর অন্তর নতুন করে ফেলা উচিত।

টয়লেট ব্রাশ:
পরিচ্ছন্নতার জন্য অপরিহার্য হলেও টয়লেট ব্রাশ অনেকেই নিয়মিত বদলাতে চান না। ভোরা জানিয়েছেন, প্রতি ৮–১০ মাসে একটি নতুন ব্রাশ ব্যবহার করা উচিত।

নন-স্টিক কুকওয়্যার:
রান্নাঘরে ব্যবহৃত নন-স্টিক কড়াই বা ফ্রাইপ্যান পাঁচ বছর অন্তর বদলানো দরকার। তবে যদি আগেই কোটিং উঠে যেতে শুরু করে, তবে তৎক্ষণাৎ ফেলে দেওয়া উচিত।

ম্যাট্রেস:
ভালো ঘুমের জন্য গদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরার পরামর্শ, প্রতি আট বছরে একটি নতুন ম্যাট্রেস ব্যবহার করা উচিত।

সোফা/কাউচ:
সোফা বা কাউচ দীর্ঘদিন ব্যবহার করা যায়। কিন্তু ১২ থেকে ১৫ বছর অন্তর নতুন করে বদলানো ভালো। অবশ্য ব্যবহারের ধরণ ও যত্নের উপর নির্ভর করবে এর আয়ু।

আরও পড়ুন: সপ্তাহের এই দিন ভুলেও তেল মাখবেন না চুলে, হঠাৎ নেমে আসবে চরম দুর্ভাগ্য! জানেন কবে তেল মাখলে কী ফল পাবেন?


ভিডিওর নিচে নানা ধরনের মন্তব্য এসেছে। একজন রসিকতা করে লিখেছেন— “আমাকেই এখন বদলানো দরকার"। আরেকজনের মন্তব্য— “এইসব বদলাতে গেলে আগে একটা মোটা মাইনের চাকরি জোগাড় করতে হবে!" এক দর্শক প্রশ্ন তুলেছেন বালিশ নিয়ে: “আমার বাবা আজও তাঁর প্রিয় সেমল-সিল্ক কটনের হাতে তৈরি বালিশ ফেলে দিতে চান না। দেখতে তাজা লাগলেও পুরনো কাপড় আর ফিকে রঙ দেখে আমার কেমন অস্বস্তি হয়।" আবার কেউ বেডশিট প্রসঙ্গে লিখেছেন, “দুই বছর অন্তর কেন বদলাতে হবে? ভালো মানের কাপড় নিয়মিত ধুলে তো অনেক বছর টেকে।" সবচেয়ে মজার মন্তব্য এসেছে একজন ভারতীয় দর্শকের কাছ থেকে— “আমরা ভারতীয়রা কাঠমিস্ত্রিকে ডেকে বাড়িতে আসবাব বানাই, যা দুই প্রজন্ম ধরে টেকে। আপনি বলছেন ১২–১৩ বছর পর সোফা বদলাতে হবে, এ একেবারে হাস্যকর!"

তবে মনে রাখা দরকার সঠিক সময়ে গৃহস্থালির জিনিসপত্র বদলালে শুধু স্বাস্থ্যকর পরিবেশই নয়, গোটা বাড়ি পরিচ্ছন্ন ও গুছানো থাকে। ডাক্তার ভোরার এই ভিডিও তাই বহু মানুষের মনে আলোচনার ঝড় তুলেছে।