বাড়িতে একটা চারপেয়ে বা ডানাওয়ালা সদস্য থাকা মানেই গোটা বাড়ি মেতে থাকা। তাদের দুষ্টুমি, খেলায় মন ভাল থাকে সবার। সারাদিন অফিসের ক্লান্তির পর বাড়ি ফেরা মাত্রই যখন লেজ নেড়ে এগিয়ে আসে, সমস্ত ক্লান্তি যেন উবে যায়। মন খারাপ থাকলেও, ওদের কাজে মন ভাল হতে বাধ্য। কিন্তু জানেন কি পোষ্যদেরও মন খারাপ হয়? অবসাদে ভোগে তারাও? ঘরের অবলা, আদরের জীবটা ডিপ্রেশনে ভুগছে কিনা কী করে বুঝবেন জানেন? 

বিশেষজ্ঞের মতে, পোষ্যদেরও ও অবসাদ হতে পারে। আর সেটা কিছু লক্ষণ খেয়াল করলেই বোঝা সম্ভব। কী সেই লক্ষণগুলো? খেলাধুলো কম করা, চুপচাপ এক জায়গায় বসে থাকা, ঠিকঠাক খেতে না চাওয়া কিন্তু অনেক সময়ই লক্ষণ হতে পারে আপনার আদরের চারপেয়ে সন্তানের ডিপ্রেশনের। 

এছাড়া অতিরিক্ত ঘুমানোও কিন্তু একটা লক্ষণ যে তার মন খারাপ। আপনার পায়ে পায়ে যে সারাদিন ঘুরে বেড়ায় সে হঠাৎ সেটা বন্ধ করে দিলে, বাইরে ঘুরতে যেতে না চাইলে বুঝবেন সমস্যা আছে। মোদ্দাকথা আপনার পোষ্যের রোজকার রুটিন আপনি জানেন, সেখানে এক।টানা কিছুদিন বদল দেখলেই বুঝবেন সেগুলোই হল লক্ষণ যে সে অবসাদে ভুগছে। এমনকী ডিপ্রেশনের কারণেই ওরা অনেক সময় অতিরিক্ত খিটখিটে হয়ে যায়,কামড়াতে আসে, বা চিৎকার করে। এমনটাই মত বিশেষজ্ঞের। 

অনেক সময় চেনা জায়গা, পরিবেশ বদলালে মানুষের মধ্যে যেমন বদল আসে, সবাই সেটার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন না, তেমনই পশুরাও নতুন পরিবেশ, জায়গায় সবসময় মানিয়ে নিতে পারে না। ফলে নতুন জায়গায় এলে তাদের মধ্যে কখনও অবসাদ দেখা দিতে পারে। এমনকী পরিবারের কারও মৃত্যুও তার উপর প্রভাব ফেলতে পারে। পশুরা ভীষণ সেনসিবল হয়। এই জিনিসগুলো তাদের উপর খুবই প্রভাব ফেলে। 
আপনার পোষ্য অবসাদে ভুগছে বুঝতে পারলে বা এই লক্ষণগুলো খেয়াল করলে কী করণীয় জেনে নিন। আগে পরীক্ষা করুন। রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা যা পশু চিকিৎসক বলবে সেগুলো করে দেখুন তার হাবভাব, আচরণ বদলানোর নেপথ্যে অসুস্থতা রয়েছ কিনা। নিশ্চিত হয়ে নেওয়া জরুরি এই ক্ষেত্রে। এছাড়া এও মাথায় রাখতে হবে, জ্বর হলে, ভিটামিন বি ১২, ভিটামিন ডি ৩ এর ঘাটতি দেখা গেলেও চারপেয়েদের মধ্যে অবসাদ আসে। বদল দেখা যায় আচরণে। এই ক্ষেত্রে তাদের প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া জরুরি। সঠিক সময় পরীক্ষা করে, সঠিক খাবার এবং ওষুধে সেটা নিরাময় সম্ভব। 

আপনার পোষ্য যে অবসাদ কাটিয়ে সেরে উঠছে বুঝবেন কীভাবে? আবার যখন তারা আগের মতোই খেলাধুলো, হুটোপুটি করা শুরু করবে, নিজেদের আগের রুটিনে ফিরে যাবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করবে, তখনই বুঝবেন যে ওটাই লক্ষণ তার সেরে ওঠার।