নিজস্ব সংবাদদাতা: জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকের রেশ কাটতে না কাটতেই জোয়ার ভাটা ধারাবাহিকে নতুন চরিত্রে হাজির অভিনেত্রী আরাত্রিকা মাইতি, তবে সেই ধারাবাহিকের প্রোমো আসা মাত্রই নায়িকার চরিত্র নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করতে থাকেন বেশ কিছু মানুষ। এবার তাঁদের কড়া জবাব দিলেন আরাত্রিকা। সাধারণত কোনও তর্ক-বিতর্ক বা সমালোচনায় কখনওই থাকতে চান না এই অভিনেত্রী। ঝাড়গ্রাম থেকে এসে শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে টলিউডে নিজের পায়ের তলায় মাটি শক্ত করেছেন, বলা যায়। এই কয়েক বছরে টেলিভিশনে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন আরাত্রিকা। একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার পাশাপাশি কিছুদিন বাদেই দর্শকরা তাকে দেখতে পাবেন বড় পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিষ্ণুপ্রিয়া চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। আবার সেই ছবির কাজ শেষ করতে না করতেই নতুন ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
 
 এর আগে মিঠিঝোরা ধারাবাহিকে বড় দিদির চরিত্রে দেখা গেলেও জোয়ার ভাটা ধারাবাহিকে দিদির চরিত্রের শ্রুতি দাস এবং বোনের চরিত্রে আারাত্রিকা মাইতি। যদিও সেই বোনের চরিত্র খানিকটা যেন রাই এর মতই, পরিবারকে আগলে রাখা, নিজের কথা না ভেবে শুধুমাত্র পরিবারের ভাল চাওয়া, নিজের দিদির জন্য নিজের ইচ্ছেটাও ত্যাগ করা- ঠিক যেন মিঠিঝোরার রাই। তবে প্রথম দিকে এক লাগলেও হয়ত পরবর্তী সময়ে বদলাবে এই চরিত্র, দুই বোনের গল্পে কী হতে চলেছে তা ধারাবাহিক দেখলে দর্শক বুঝতে পারবেন। তবে প্রোমো আসা মাত্রই নানান ধরনের নেতিবাচক কমেন্ট করতে শুরু করেন একাধিক মানুষ। অনেকেই লেখেন এই ধারাবাহিকেও রাইয়ের কান্না দেখতে দেখতেই কেটে যাবে, এমনকি মিঠিঝোরার মতো জনপ্রিয় ধারাবাহিককে ফ্লপও বলেন কেউ কেউ। 
কেউ কেউ কটাক্ষ করলেও দর্শকদের অন্যতম প্রিয় ধারাবাহিক ছিল মিঠিঝোরা, আর সেখানে রাই ছিল সবচেয়ে প্রিয় চরিত্র। কিন্তু রাই এর দুঃখ যেন মেনে নিতে পারতেন না দর্শকেরা, কেন সব সময় অন্যের ভালর জন্য নিজের ক্ষতি করবে রাই? এই প্রশ্ন একাধিক বার তুলেছে দর্শক।
পাশাপাশি নতুন ধারাবাহিকের প্রোমোতে আরাত্রিকার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বাধ্য হয়ে আর সহ্য করতে পারলেন না অভিনেত্রী। এই ধরনের কমেন্ট দেখে আরাত্রিকা সামাজিক মাধ্যমে লেখেন, “আপনাদের মত ফেক অ্যাকাউন্টের কমেন্টের জন্যই আমি কাজ পাচ্ছি। যতই বলুন ফ্লপ ধারাবাহিকের হিট চরিত্র, এই কথাগুলোই আমার শক্তি। আপনারা যত বেশি করে বলবেন আমি তত আরো ভাল কাজ করার চেষ্টা করব।” যদিও কিছুক্ষণের মধ্যেই নিজের সামাজিকমাধ্যম থেকে এই পোস্ট মুছে দেন নিজেই। আসলে জীবন থেকে নেতিবাচক সব জিনিসই দূরে সরিয়ে রাখতে চান আরাত্রিকা, তাই নেতিবাচক মন্তব্যের ওপর ভিত্তি করে করা এই পোস্ট মুছে দেন নিজেই।
একাংশ কটাক্ষ করলেও নতুন ধারাবাহিকে নতুন জুটিকে দেখার অপেক্ষায় রয়েছেন বহু দর্শক। ধারাবাহিকে দুই বোন আসলে সম্পূর্ণ বিপরীতমুখী, একজন সোজা পথে নিজের ভবিষ্যৎ তৈরি করতে চান এবং অন্যজন সহজ উপায়ে খারাপ পথ বেছে উপরে উঠতে চান। যেখানে বড় বোনের চরিত্রে শ্রুতি দাস এবং ছোট বোনের চরিত্রে আরাত্রিকা মাইতি। রাঙা বউ ধারাবাহিকের পর অবশেষে আবার একদম ভিন্ন চরিত্রে ছোট পর্দায় ফিরলেন শ্রুতি।
