আজকাল ওয়েব ডেস্ক: দৈনন্দিন অঢেল কাজের চাপ। সঙ্গে স্ট্রেস তো আছেই। তার উপর অফিসের বাকি থাকা কাজ বাড়িতে নিয়ে ফিরলে, গভীর রাত পর্যন্ত চলে।যার জন্য হয়তো পর্যাপ্ত ঘুম প্রায় ভুলতে বসেছেন। দীর্ঘদিন কোনও শারীরিক অসুস্থতায় কষ্ট পেলে চোখের তলায় কালচে ছোপ পড়া অস্বাভাবিক নয়। অনেক সময় অ্যালার্জি থেকেও চোখের তলার চামড়ায় কালো ছোপ পড়ে। দিনের পর দিন চোখের উপর প্রচণ্ড চাপ পড়লে আশপাশের ত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং নানান পরিবর্তন আসে।
অনেকেই চোখের তলার এই কালচে দাগ তুলতে বাজারচলতি নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। কেউ বা দামি কোম্পানির মেকআপ কিটস দিয়ে সেই কালি ঢাকার চেষ্টা করেন। কিন্তু কোনওভাবেই তা আড়ালে চলে যায় না। তবে ঘরোয়া অনেক উপায়েও কিন্তু চোখের নীচের কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন। এবং তা সহজেই। জানেন কি, বাড়িতে রাখা আলুতেই লুকিয়ে রয়েছে এর সমাধান?
প্রথমে একটি আলুকে গ্ৰেট করে নিয়ে তার থেকে রস বের করে নিন। এরপর একটি পাত্রে দুই চামচ আলুর রস দিন। তারপর দুই চামচ অ্যালোভেরা জেল ও একটি ভিটামিন-ই ক্যাপসুল কেটে দিয়ে দিন সেই রসে। বাজার বিভিন্ন কোম্পানির অরেঞ্জ অয়েল পাওয়া যায়। এক চামচ অরেঞ্জ অয়েল ঢালুন তাতে। তারপর সব উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। সবশেষে, এর ওপর দিয়ে কিছুটা জাফরান ছড়িয়ে দিন। তবে বাড়িতে জাফরান বা কেশর না থাকলে এর বদলে সামান্য গ্ৰিন টির পাতা যোগ করুন।
মিশ্রণটি একটি পাত্রে রাখুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে তিন থেকে চার মিনিট খুব ভাল করে মিশ্রণটি চোখের চারপাশে ম্যাসাজ করুন। দেখবেন, মাত্র সাতদিনেই আপনার চোখের তলার ডার্ক সার্কেল দূর হবে ও ত্বকের সেই অংশের ঔজ্জ্বল্য বেড়ে দ্বিগুণ হবে।
মনে রাখবেন, সুস্থ জীবনযাপন চোখের কালি দূর করতে সাহায্য করে। রাতের পর রাত জেগে ফোন ঘাঁটা, সিনেমা দেখার কারণেও চোখের তলায় কালি পড়তে পারে। এবং প্রতি দিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমোনো অবশ্যই জরুরি।
সারা দিনের ক্লান্তি এবং চোখের তলার কালচে ছোপ দূর করতে চোখে সুতির কাপড়ে বরফের টুকরো মুড়িয়ে নিয়ে তার পর চোখের চারপাশে বুলিয়ে নিতে পারেন। চোখ আমাদের অমূল্য সম্পদ। একে সুস্থ ও যত্নে রাখলে তা উজ্জ্বল থাকবে, বাড়বে আপনার সার্বিক সৌন্দর্য।
