আজকাল ওয়েবডেস্কঃ বিবাহিতা মানেই সিঁথি রাঙানো সিঁদুরে। বহুযুগ থেকে এই নিয়ম ও চিন্তাধারাই চলে আসছে। কিন্তু সিঁথি ভরা সিঁদুরের ছবিটার সঙ্গে এখানকার চেহারাটা মিলিয়ে দেখলে বোঝা যায় বদলটা। বিয়ের চিহ্ন রক্ষা করতে গিয়ে মাথার সামনের চুল উঠে গিয়ে সিঁথি হয়ে গিয়েছে এক হাত চওড়া। অনেকে আবার চুল উঠে যাওয়ার আগেই ভয়ে ভয়ে সিঁদুর পরাই প্রায় ছেড়ে দিয়েছেন। বাজারে ছেয়ে গিয়েছে নানা ধরণের রাসায়নিক মিশ্রিত গুঁড়ো ও লিক্যুইড সিঁদুর।  মাথার সামনের চুলের শোকে অনেক মেয়েরাই আজকাল সিঁদুর পরতে চান না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, চুল ওঠার ভয়ে সিঁদুর পরা ছাড়তে হবে না বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন একদম প্রাকৃতিক সিঁদুর। কীভাবে বানাবেন জেনে নিন।

ব্লেন্ডারে দু'চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ঘি, দু'চামচ করে লেবুর রস ও গোলাপ জল দিয়ে দিন। এরপর এতে মেশান হাফ চামচ চুন্নম পাউডার। যেটা অনলাইনে যে কোনও ই-কর্মাসে পাওয়া যায়।  সমস্ত উপকরণগুলো ভাল মতো ব্লেন্ড করে নিন। একটি প্লেটে ঢেলে রাখুন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে আপনার সিঁদুর রাখার কৌটোয়। আপনার ভেষজ ও সুরক্ষিত সিঁদুর তৈরি। এই সিঁদুর ব্যবহার করলে সিঁথির চারপাশে চুল পড়বে না। 

আসলে বাজারচলতি সিঁদুরে অনেক ভেজাল থাকে। চকচকে ভাব আনতে মেশানো হয় ক্ষতিকর জিনিস। যার জেরে উঠে যায় চুল। অনেক কোম্পানি হার্বাল বলে দাবি করলেও তাদের সিঁদুরেও থাকে ভেজাল। তাই সিঁদুরকে কেমিক্যাল ফ্রি রাখতে বাড়িতেই এই পদ্ধতিতে বানিয়ে নিন সিঁদুর।একইসঙ্গে হলুদ, গোলাপজল, ঘি, লেবুর রসের গুণে স্ক্যাল্পও থাকবে ভালো।