আজকাল ওয়েবডেস্কঃ চুল উঠতে শুরু করা এখন আর বয়সের সীমা মানে না। মাথা ভর্তি টাক এসে হাজির হয়। এই টাক মাথায় চুল ফেরাতে অনেকেই নানা টোটকার সাহায্য নেন। কেউ কেউ আবার ওষুধও খান। সেই সব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। তবে এসব ঝঞ্ঝাট বাদ দিয়েই টাকে গজাতে পারে চুল। চুল তখনই ভাল থাকে যখন তার স্ক্যাল্প হয় সুস্থ। এইসব সমস্যার একটিই সমাধান দেওয়া হল। এই ঘরোয়া উপায়ে আপনার চুল সংক্রান্ত সব ধরণের সমস্যার সমাধান হবে। কী সেই টোটকা, জানুন।
প্যানে এক কাপ জল গরম করতে দিন। ফুটতে শুরু করলে এক চামচ করে মেথি দানা ও চাপাতা দিন। সঙ্গে দিতে হবে ২-৩টি তেজপাতা ও চারটি লবঙ্গ। ১৫-২০ মিনিট অল্প আঁচে বসিয়ে রাখুন। ফুটে গেলে নামিয়ে নিন। ঠান্ডা হলে একটি স্প্রে বোতলে ঢেলে রাখতে পারেন প্রায় একমাস। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি স্প্রের সাহায্যে চুলের গোড়া ও স্ক্যাল্পে মালিশ করুন। আধঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।
মেথিদানায় অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান পাওয়া যায়, এটি আপনার স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে। মেথির অ্যান্টিঅক্সিড্যান্ট স্ক্যাল্পের টক্সিন বের করে দেয়। তাই চুলের সুস্বাস্থ্য অটুট রাখতে এটির জুড়ি মেলা ভার। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর হেঁশেলের এই উপাদানটি চুলের গোড়া মজবুত করে। লবঙ্গে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। লবঙ্গের তেল মাথায় লাগালে রক্ত সঞ্চালন ভাল হয়, ফলে নতুন চুল গজায়। কম বয়েসেই অনেকের পাকা চুল সমস্যা দেখা যায়। এই সমস্যা দূর করতেও লবঙ্গ দারুণ উপকারী।
