আজকাল ওয়েব ডেস্ক: ১৯৯২ সালে অভিনয় শুরু করেছিলেন কাজল। পরের বছরই ‘বাজিগর’ ছবির হাত ধরে করেন বাজিমাত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র সিমরান কিংবা ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর অঞ্জলি, কাজলের সব চরিত্রই দর্শক মনে আলাদা জায়গা পেয়েছে। শ্যামবর্ণা রং, জোড়া ভ্রু আর একগাল হাসি—নয়ের দশক থেকে এভাবেই কাজলকে দেখতে অভ্যস্ত ছিল বলিপাড়া। কিন্তু হঠাৎই ছন্দপতন। কানাঘুষো শোনা যায়, অস্ত্রোপচার করে নাকি ত্বকের রং বদলে ফরসা হয়েছেন অভিনেত্রী! আপনিও কি কাজলের মতো ত্বক পেতে চান? কিন্তু সেই ট্রিটমেন্ট যে আমজনতার সাধ্যের মধ্যে নাও পড়তে পারে। বদলে একটি পানীয় রয়েছে যাতে চুমুক দিলে কাজলের মতোই ত্বকের জেল্লা পাওয়া সম্ভব। কিন্তু কীভাবে? রইল তারই হদিশ।
ম্যাজিক পানীয় বানানোর জন্য বেশ খানিকটা বেদানা, পেঁপে, এক টুকরো আদা, এক টুকরো হলুদ, এক চামচ লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে 'ম্যাজিক' পানীয়। বেশি দিন নয়, মাত্র ৩০ দিনেই এই পানীয় খেলে মিলবে ত্বকের জেল্লা।
বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবারসহ ভিটামিন কে, সি ও ভিটামিন বি রয়েছে। এছাড়াও আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের মতো প্রচুর মিনারেল উপস্থিত বেদানাতে। এগুলি শরীরকে চাঙ্গা রাখতে একান্ত উপকারী।। একইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বকের যত্নে পেঁপের জুড়ি নেই। তাই অনেক প্রসাধনীতেই পেঁপে ব্যবহার করা হয়। পেঁপেতে উপস্থিত ভিটামিন সি ত্বকের অন্দরের কোষের স্বাস্থ্য ভাল রাখে।
এছাড়াও কাঁচা হলুদ ও আদাও প্রচুর স্বাস্থ্যগুণ সম্পন্ন। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে এই দুটি উপাদানের জুড়ি মেলা ভার। সঙ্গে লেবুর রস এই পানীয় গুণাগুণ আরও বাড়িয়ে দেয়। তাই অভিনেত্রী কাজলের মতো ত্বক পেতে নিয়মিত পান করুন এই পানীয়।
