আজকাল ওয়েব ডেস্ক: বিগত কয়েক বছর ধরে পুজোর মেকওভারে স্ট্রেট চুল ভীষণ রকম ইন। আসলে স্ট্রেট চুলে জট পড়ার তেমন সম্ভাবনা থাকে না। দেখভাল করাও কষ্টসাধ্য নয়। কোঁকড়া চুলের বদলে আবার অনেকেই সোজা চুল পছন্দ করেন। তাই হেয়ার স্ট্রেটনিংয়ের দিকে ঝোঁক বেশি নতুন প্রজন্মের। সারা বছর সময় না পেলেও পুজোর আগে চুল স্ট্রেট করার ঝোঁক দেখা যায়। কিন্তু পার্লারে ভিড়ের কারণে কি এবার আপনার চুল সোজা করা হয়নি? তাহলে বাড়িতেই সহজ উপায়ে করতে পারেন স্ট্রেটনিং। তাছাড়া পার্লারে গিয়ে কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং করিয়ে সাময়িকভাবে চুল দেখতে ভাল লাগে ঠিকই, কিন্তু এতে ব্যবহৃত রাসায়নিক উপাদান সম্বৃদ্ধ ক্রিম চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। সঙ্গে খরচ সাপেক্ষও বটে। তাহলে ঘরোয়া উপায়ে কীভাবে চুল সোজা করবেন? বিশদে জেনে নিন সেই বিষয়ে।

পাকা কলা ও টক দই-খুশকি দূর করতে সাহায্য করে টক দই। আর পাকা কলা নরম করে চুল। মিক্সিতে পাকা কলা এবং দু’চামচ টক দই ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। মিশ্রণটি শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করলেই চুল হবে মসৃণ ও সোজা।

ডিম ও অলিভ অয়েল-চুলের পুষ্টির জন্য ডিম এবং অলিভ অয়েল দুই-ই প্রয়োজনীয়। এক্ষেত্রে দু’টি ডিমের কুসুম ও অলিভ অয়েল ভাল করে ফেটিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। চুল খুব রুক্ষ হলেও মিলবে সুফল। এই মিশ্রণটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলেই চুল মসৃণ ও কোমল হবে।

মধু ও অ্যালোভেরা-চুলের যত্ন নিতে মধু ও অ্যালোভেরার জুড়ি মেলা ভার। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে চুলের গোড়ায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন। প্রায় ঘণ্টা দুয়েক পর শ্যাম্পু করে নিন। এতে চুল কোমল ও মসৃণ হবে।