আজকাল ওয়েব ডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। তার ঠিক আগে ১৬ সেপ্টেম্বর সূ্র্য প্রবেশ করবে কন্যা রাশিতে। আর এই গমনের ফলে কুম্ভ রাশিতে থাকা শনির উপর পড়তে চলেছে সূর্যের ছায়া। সূর্যের শুভ দৃষ্টির কারণে ৩ রাশির জীবনে বড় প্রভাব পড়বে। অর্থলাভ থেকে পরিবারে সুখ-শান্তি, বেশ কয়েকটি রাশির জাবনে সুদিন ফিরতে চলেছে। তাহলে বিশ্বকর্মা পুজোর আগে সূর্যের শুভ ছায়ায় কোন কোন রাশির ভাগ্য খুলবে? দেখে নেওয়া যাক।
মিথুন রাশি: শনির সূর্যের ছায়া পড়লে মিথুন রাশির অধিকারীদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। বাড়বে সঞ্চয়, আকস্মিক অর্থলাভ হতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। সম্পত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে হবে নাম-ডাক। চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। আর্থিক দিক থেকে বিভিন্নভাবে লাভ হওয়ার সুযোগ আসতে পারে। কর্মস্থলে কদর বাড়তে পারে। পরিচিতদের মধ্যেও জনপ্রিয়তা বাড়বে, মান সম্মান বাড়বে।
কর্কট রাশি: অনেক দিন ধরে চাকরি বদলের চেষ্টা করলে এবার ভাগ্য খুলতে পারে। নতুন চাকরির সুযোগ রয়েছে, পুরনো চাকরিতে মিলতে পারে পদোন্নতি।ব্যবসায়ীদের ভাল লাভ করতে পারেন। ব্যবসায় কোনও বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে শুভ সময়। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মীন রাশি: শনির উপর সূর্যের শুভ দৃষ্টিতে বড় প্রভাব পড়তে চলেছে মীন রাশিতে। অনেকদিন ধরে আইনি ঝামেলা চললে তা এবার মিটে যেতে পারে। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। প্রতিযোগিতা পরীক্ষায় যাঁরা বসতে চাইছেন, তাঁরা লাভবান হবেন। হঠাৎ করে সাফল্যের খবর আসতে পারে। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা হাতে পেতে পারেন।
