আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যকে গ্রহের রাজা বলা হয়। নির্দিষ্ট বিরতির পর সূর্যের গতিবিধি পরিবর্তন হয়। সূর্যের নক্ষত্র সময়ে সময়ে পরিবর্তিত হয়। সূর্য দেবতা বর্তমানে স্বাতী নক্ষত্রে অধিষ্ঠিত। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, আজ ৬ নভেম্বর সকাল ৮টা ৫৬ মিনিটে সূর্য স্বামী নক্ষত্র থেকে বিশাখা নক্ষত্রে প্রবেশ করেছে। যার প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির উপর। বিশাখা নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সূর্য প্রবেশ করায় ৪ রাশির উপচে পড়বে টাকা, হাতের মুঠোয় থাকবে উন্নতি-সাফল্য। তাহলে কাদের কপাল খুলবে? জেনে নেওয়া যাক-

মেষ রাশি- সূর্যের নক্ষত্র পরিবর্তনে সৌভাগ্যের দরজা খুলছে মেষ রাশির। বাড়বে আত্মবিশ্বাস, আর্থিক অবস্থা ভাল হবে। কর্মজীবনে সাফল্য পেতে পারেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় কোনও বিনিয়োগে লাভ পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা টাকা এবার হাতে পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্য ভালো থাকবে। 

সিংহ রাশি- বিশাখা নক্ষত্রে সূর্যের প্রবেশে সুফল পাবেন সিংহ রাশির মানুষেরা। কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে। পরিবারের সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। সমাজে যশ, খ্যাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের মনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 

বৃশ্চিক রাশি- সূর্যের নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য লাভজনক হতে চলেছে। জীবনের বেশ কিছু সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অনেক দিনের কোনও ঋণ পরিশোধ করতে পারবেন। বাড়ি, গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকায় বাড়বে সঞ্জয়। নতুন কাজ শুরু করার জন্য ভাল সময়। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।