আজকাল ওয়েবডেস্ক: গরম এবং ধুলোবালিতে চুল সহজেই রুক্ষ, শুষ্ক হয়ে যায়। জট পাকিয়ে যায়। এই সমস্যার সমাধানে অনেকেই পার্লারে নানা ধরনের ‘হেয়ার ট্রিটমেন্ট’ করাতে যান। কিন্তু সবসময় তো আর সেই সময় পাওয়া যায় না। বিশেষ করে যাঁরা বাইরে কাজ করতে যান, তাঁদের পক্ষে বারবার পার্লারে যাওয়া বেশ অসুবিধার। এমন সমস্যায় মুশকিল আসন হতে পারে ঘরোয়া একটি হেয়ার মাস্ক।
উপকরণ
* টাটকা অ্যালোভেরা জেল: ২-৩ টেবিল চামচ (গাছ থেকে সরাসরি বের করে নেওয়া)
* নারকেল তেল: ১-২ টেবিল চামচ
* মধু (ঐচ্ছিক): ১ চা চামচ
পদ্ধতি
১. একটি পাত্রে অ্যালোভেরা জেল এবং নারকেল তেল নিন। যদি মধু ব্যবহার করেন, সেটিও মিশিয়ে নিন।
২. সব উপকরণ ভালভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
৩. এই মিশ্রণটি চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত আলতোভাবে মালিশ করে লাগান, বিশেষ করে জট পাকানো অংশে একটু বেশি পরিমাণে দিন।
৪. ৩০-৪০ মিনিট মাস্কটি চুলে লাগিয়ে রাখুন। আরও ভাল ফল পেতে একটি শাওয়ার ক্যাপ বা গরম তোয়ালে দিয়ে চুল ঢেকে রাখতে পারেন।
৫. নির্দিষ্ট সময় পর প্রথমে শুধু জল দিয়ে চুল ধুয়ে নিন। এরপর একটি হালকা শ্যাম্পু (বিশেষত সালফেট-মুক্ত হলে ভাল) দিয়ে চুল পরিষ্কার করে নিন। সবশেষে কন্ডিশনার ব্যবহার করুন।
উপকারিতা
* অ্যালোভেরা: চুলকে হাইড্রেটেড রাখে, স্ক্যাল্পের চুলকানি কমায় এবং চুলের জট ছাড়াতে সাহায্য করে। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ গরমে স্ক্যাল্পকে ভাল রাখে।
* নারকেল তেল: চুলের গভীরে প্রবেশ করে পুষ্টি জোগায়, চুলকে নরম ও মসৃণ করে তোলে। এটি ধুলোবালি ও দূষণের কারণে হওয়া ক্ষতি থেকেও চুলকে রক্ষা করে।
* মধু (ঐচ্ছিক): প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে চুলে অতিরিক্ত উজ্জ্বলতা ও মসৃণতা এনে দেয়।
এই ঘরোয়া প্যাকটি সপ্তাহে এক বা দুইবার ব্যবহার করলে গরমে ও ধুলোবালিতে জট পাকানো চুল নরম, মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে।
