জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ন্যায়ের দেবতা শনি ২০২৬ সালে পুরো বছরজুড়ে মীন রাশিতে অবস্থান করবেন। শনি যখন মীন রাশিতে গোচর করেন এবং কোনও ব্যক্তির জন্মরাশির ২য়, ৫ম বা ৯ম স্থানে অবস্থান করেন, তখন তাকে ‘শনির রুপোর পায়া’ বলে ধরা হয়। ২০২৬ সালে এই বিশেষ অবস্থান যাদের জন্মরাশিতে সক্রিয় থাকবে, তারা শনির বিশেষ কৃপা ও লাভদায়ক ফল পাবেন।

 

২০২৭-এর জুন পর্যন্ত সুখ–সমৃদ্ধির বর্ষণ

 

শনি ২০২৭-এর জুন পর্যন্ত মীন রাশিতেই অবস্থান করবেন। ফলে প্রায় দেড় বছর ধরে রুপোর পায়ায় থাকা ৩ রাশি অগাধ সুবিধা, সাফল্য ও আর্থিক বৃদ্ধি পাবে। এই সময় শনি যেন সৌভাগ্যের পথ খুলে দেবেন, ধন–দৌলত, মান–সম্মান এবং ক্যারিয়ারে বৃদ্ধি নিশ্চিত করবেন।

 

কর্কট রাশি

 

কর্কট রাশির জাতকদের জন্য শনির রুপোর পায়া অত্যন্ত শুভ হবে। এ সময় কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। চাকরিজীবীরা পদোন্নতি ও বেতনবৃদ্ধির সম্ভাবনা পাবেন। আর্থিক লাভ নিশ্চিত হবে এবং আয়ের উৎস বাড়বে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, পরিবারে সুখ–শান্তি বজায় থাকবে।

 

বৃশ্চিক রাশি

 

বৃশ্চিক রাশির জন্য ২০২৬ সাল হবে উন্নতির বছর। শনির রুপোর পায়ার প্রভাবে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, কাজের প্রশংসা মিলবে। ব্যবসায়ীদের নতুন অর্ডার বা বড় সুযোগ পেতে পারেন। হঠাৎ অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। কোনো ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ না হলে, এই সময় তা বাস্তবে রূপ নিতে পারে।

 

কুম্ভ রাশি

 

কুম্ভ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল যেন লটারি জেতার মতো শুভ হবে। শনির কৃপায় একাধিক উৎস থেকে অর্থ লাভ হবে। চাকরি ও ব্যবসা—উভয় ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা প্রবল। বাকশক্তির প্রভাব বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে লাভ এনে দেবে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ারও যোগ রয়েছে।

 

২০২৬ থেকে জুন ২০২৭ পর্যন্ত শনির মীন রাশিতে অবস্থান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট, বৃশ্চিক ও কুম্ভ রাশির জন্য বিশেষ সৌভাগ্যের সময় নিয়ে আসছে। শনির রুপোর পায়া যোগ এই তিন রাশিকে কর্মজীবন, আর্থিক উন্নতি, পারিবারিক সুখ এবং দীর্ঘদিনের ইচ্ছাপূরণে বড় সহায় হতে পারে।

 

ভাগ্যের চাকা দ্রুত ঘুরে যাওয়ার এই সময়ে সঠিক সিদ্ধান্ত, পরিশ্রম এবং সুযোগকে কাজে লাগানো এই জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

 

সামগ্রিকভাবে ২০২৬–২০২৭ সাল এই তিন রাশির জীবনে সমৃদ্ধি ও সাফল্যের এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।