খোলামেলা, হালকা চালে তারকাদের আড্ডা। এই ভাবনা নিয়েই শুরু হয়েছিল টুইঙ্কল খান্না এবং কাজলের টক শো। কিন্তু প্রথম সিজন শেষ হওয়ার আগেই সেটি হয়ে উঠেছে বিতর্কের ঊর্বর ক্ষেত। দর্শক থেকে সমালোচক-সকলেই প্রশ্ন তুলেছেন, ‘এর সীমা কোথায়?’ কারণ, তারকাদের একের পর এক মন্তব্য যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনই অনেকে অভিযোগ করেছেন শো-টি নাকি অবলীলায় আবেগের অবমূল্যায়ন আর সম্পর্কের প্রতি উদাসীনতা শেখাচ্ছে!’ এবার দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন মন্তব্যে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন জগত।
2
8
“রাত গ্যায়ি, বাত গ্যায়ি”: করণ জোহর ও জাহ্নবী কাপুরের পর্বে টুইঙ্কল যখন বললেন, “রাত গ্যায়ি, বাত গ্যায়ি” মানে শারীরিক প্রতারণা নিয়ে এত মাথা ঘামানোর কী আছে? তখনই শুরু হয় তুমুল হইচই। করণ, কাজল আর টুইঙ্কল তিনজনই জানান, শারীরিক প্রতারণা সম্পর্কে ব্রেকারের কারণ হওয়ার কথা নয়। কিন্তু জাহ্নবী সোজাসাপটা বলেন, “সম্পর্কে থেকে শারীরিক প্রতারণা করা ঠিক নয় মোটেই।” সোশ্যাল মিডিয়ার মতে, পর্বের ‘মব়্যাল কম্পাস’ ধরে রেখেছিলেন জাহ্নবীই।
3
8
“আজকের ছেলেমেয়েরা পোশাক বদলের থেকেও দ্রুত সঙ্গী বদলায়”: ফারাহ খান ও অনন্যা পাণ্ডের পর্বের এই মন্তব্যে আগুনে ঘি পড়ার মতো পরিস্থিতি। টুইঙ্কল বলেন,“এটা ভাল ব্যাপার। আমাদের সময়ে ‘কে কী বলবে’ ভেবে সম্পর্ক না ছাড়ার চাপ ছিল।”ফারাহ, অনন্যা এবং কাজল এতে দ্বিমত পোষণ করেন।
4
8
“বিয়ের মেয়াদ থাকা উচিত”: কাজল সরাসরি বলেন, " বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত, চাইলে রিনিউ করা যাবে"। দর্শকদের কেউ কেউ এটিকে ‘বাস্তববাদী’ বলেছেন, আবার অনেকে এটিকে ‘বিয়ের প্রতিষ্ঠানকে হালকা করে দেখা’ বলে সমালোচনা করেছেন।
5
8
“জোরু কা গুলাম”: চাঙ্কি পাণ্ডে যৌথ অ্যাকাউন্টের পরামর্শ দিলে টুইঙ্কলের মুখে ফুটে ওঠে সেই ‘মজা’, যা অনেকের ভাল লাগেনি। তিনি বলেন, “জোরু কা গুলাম!” মুহূর্তে ট্রোল ঝড়।
6
8
জেন জি বিতর্ক: নয়া প্রজন্ম অর্থাৎ জেন জি-দের নিয়ে যখন আলোচনা হচ্ছিল, অনন্যা বলেন, তাঁরা যথেষ্ট সচেতন ও স্মার্ট। ফারাহ মজা করে বলেন,“ওরা সাউরডো-র মতো জিনিস জানে।” আর টুইঙ্কল ঢোকান আরেক বিতর্কিত মন্তব্য, “ ওদের আবার কিসের অনুভূতি? োর তো সবকিছু নিয়েই আতঙ্কে ভোগে। ” শুনেটুনে যেন জি নেটিজেনরা বলছেন, "এটা অপমান"।
7
8
“ট্যাটু স্থায়ী, বিয়ে নয়”: অক্ষয় কুমারের সঙ্গে থাকা পর্বে টুইঙ্কল যখন বললেন, “কোনওকিছুই স্থায়ী নয়…বরং শরীরে করা ট্যাটু টিকে যায়, বিয়ে টেকে না।.” তখনই সোশ্যাল মিডিয়া ফেটে পড়ে দু’ভাগে।
8
8
সিজন ১ শেষে প্রশংসার চেয়ে সমালোচনা বেশি। ২০২৫-এর ১৪ নভেম্বর শেষ হয়েছে প্রথম সিজন। কিন্তু তার আগে থেকেই অভিযোগ উঠেছে, শো-টি নাকি ‘আবেগকে তুচ্ছ করছে, আর সামাজিক ভদ্রতার সীমা বারবার পেরোচ্ছে। এক কথায়, শো-এর নাম ‘টু মাচ’, কিন্তু বিতর্ক যেন টু মাচ-ই হয়ে গেল।