নামের আদ্যক্ষর দিয়েই কোনও ব্যক্তির বিষয়ে নানা কথা বলে দেওয়া যায়, আন্দাজ করা যায় তাঁদের চারিত্রিক গুণাবলী। আপনার নাম যদি পি অর্থাৎ P অক্ষর দিয়ে শুরু হয় তাহলে জেনে নিন আপনার চারিত্রিক গুণাবলী থেকে প্রেম জীবন, কেরিয়ার জীবন কেমন হতে পারে।
2
6
পি অক্ষরটি সংখ্যাতত্ত্বের ৮ কে বোঝায় যা পরিচালিত হয় শনিদেবের দ্বারা। এটি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে পড়ে, যার গ্রহ হল সূর্য। এবং এটির রাশি হল কন্যা, যার গ্রহ বুধ। ফলে পি দিয়ে যাঁদের নামের শুরু হয় তাঁরা তিনটি শক্তিশালী গ্রহ দ্বারা পরিচালিত হন।
3
6
যাঁদের নাম পি দিয়ে শুরু হয় তাঁদের উচিত জীবনে নিয়মানুবর্তিতা এবং সময় মেনে চলা। উচ্ছৃঙ্খল জীবনযাপন করা একদমই উচিত নয়। পি আদ্যক্ষর যাঁদের তাঁরা যদি পরিশ্রমী, সৎ হন তাহলে তাঁরা জীবনে অনেক কিছুই অর্জন করতে পারেন।
4
6
এঁরা অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় হন। ঘুরতে ভালবাসেন, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা এঁদের পছন্দের কাজ। মানুষের সঙ্গে কথা বলতে এঁরা ভীষণ ভালবাসেন। নতুন কিছু তৈরি করার খিদে থাকে এঁদের মধ্যে।
5
6
এঁদের সুন্দর চেহারা বা রূপ অনেককেই আকৃষ্ট করে। কিন্তু পি যাঁদের নামের আদ্যক্ষর হয় তাঁরা ভীষণ পারফেকশনিস্ট হন। ফলে এঁরা সম্পর্কে গেলেও, সবটা নিজেদের পছন্দ মতো না হলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না। ভীষণ বায়ানাক্কা থাকে এঁদের। ইগোর কথা যত কম বলা যায় ততই শ্রেয়।
6
6
পি দিয়ে যাঁদের নাম শুরু হয় এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ থাকে। ব্যবসা করলে সাফল্যের মুখ দেখেন এঁরা। বুদ্ধিমত্তা, নতুন নতুন আইডিয়া সাফল্য এনে দেয়।