আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ধউলি এক্সপ্রেসে ছিনতাই। তাতে বাধা দিতেই, চরম মাশুল গুনতে হল মহিলাকে। ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকেই তাঁকে ফেলে দিল দুষ্কৃতিরা। গুরুতর জখম ওই মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, চলছে চিকিৎসা। দুই ছিনতাইকারীকে উত্তেজিত জনতা আটক করে মারধর করে, পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার ভোগপুর এলাকায় চলন্ত ধউলি এক্সপ্রেসে ঘটে চাঞ্চল্যকর ছিনতাই ও হামলার ঘটনা। রবিবার দুপুরে রাউরকেল্লাগামী ধউলি এক্সপ্রেসে যাত্রী সুরমা হাজরার উপর দুই দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। ট্রেন চলন্ত অবস্থায় ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁকে জোর করে ধাক্কা মেরে ট্রেনের দরজা দিয়ে বাইরে ফেলে দেয় দুষ্কৃতীরা, অভিযোগ তেমনটাই। এতে সুরমা হাজরার ডান হাত রেল লাইনের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়।
আহত সুরমা হাজরাকে তৎক্ষণাৎ উদ্ধার করে খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম হাত কেটে বাদ দিতে হয় বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে তথ্য সূত্রের।
অপরদিকে, দুই ছিনতাইকারী ট্রেন থেকে লাফ দিয়ে ভোগপুর গ্রামে ঢুকে পড়ে। তাঁদের তাড়া করে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে এবং উত্তেজিত জনতা দু’জনকে মারধর করে বলে খবর স্থানীয় সূত্রে। পরে খবর পেয়ে পাঁশকুড়া RPF ঘটনাস্থলে পৌঁছে দুই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের পরিচয় ও তাদের কাজকর্ম সম্পর্কে বিশদে তথ্য গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রেল পুলিশও গোটা ঘটনার সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
