নভেম্বরের শেষে তাপমাত্রার পারদ কমে যাওয়ার বদলে ফের বাড়ার ইঙ্গিত। তার কারণ বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। ভারতের মৌসম ভবনের বুলেটিনে জানানো হয়েছে, সোমবার বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে।
2
7
মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরই তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা।
3
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, নতুন ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘সেনিয়ার’। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব খুব একটা পড়বে না বাংলায়। কিন্তু জলীয় বাষ্পের কারণে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধা পড়তে পারে।
4
7
সে কারণে আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ের আশঙ্কার মাঝেও রাজ্যে বজায় রয়েছে হালকা শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহে বাংলার কোথাও আবহাওয়ার কোনও সতর্কতা নেই।
5
7
আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বিরাট হেরফের হবে না। আগামী মঙ্গলবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দু'ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ভোরের দিকে কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকতে পারে।
6
7
মূলত গোটা বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কালিম্পংয়েও দু'-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি নেই।
7
7
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিংয়ে পারদ ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল রবিবার।