একরত্তি জেহের কাণ্ড দেখে এদিন রীতিমত তাজ্জব বনে গেল নেটপাড়া। রীতিমত বডিগার্ড হয়ে বাবাকে আগলে রাখল করিনা কাপুর খানের ছোট পুত্র।
কী ঘটেছে? এদিন সইফ আলি খান বান্দ্রায় কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন তাঁর দুই ছেলে, অর্থাৎ তৈমুর এবং জেহকে সঙ্গে নিয়ে। সেই সময় ছবি শিকারিরা ছেঁকে ধরেন অভিনেতাকে। ছবি তুলতে থাকেন। এই সময়ই বাবাকে আগলে রাখতে দেখা গেল ছোট্ট জেহকে। আর তার সেই কাণ্ডই বর্তমানে নেটমাধ্যমে ভাইরাল।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সইফ আলি খান তাঁর দুই ছেলেকে সঙ্গে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। অভিনেতার পরনে সাধারণ পোশাক ছিল। অন্যদিকে তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর ওরফে জেহর পরনে ফুটবল জার্সি ছিল। তৈমুর শান্তভাবে হেঁটে গাড়িতে উঠে যায়। অন্যদিকে জেহকে রীতিমত তার বাবার আগে আগে ছুটে যেতে দেখা যায়। সে দু' হাত খুলে তার বাবাকে আড়াল করার চেষ্টা করে। ছবি শিকারিরা যাতে সইফ আলি খানের ছবি না তুলতে পারে তার চেষ্টাই করে এদিন এই একরত্তি।
এরপর গাড়িতে তার বাবার পাশের উঠে বসে জেহ। দুই হাত ধরে ঢাকা দিয়ে কাচ এবং ইশারায় পাপারাজ্জিদের বোঝাতে থাকে তারা যেন ওদের ছবি না তোলেন।
ছোট্ট জেহকে বাবাকে এভাবে আগলে রাখতে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। এক ব্যক্তি লেখেন, 'অনুমতি না নিয়ে যে ছবি তোলা উচিত নয়, সেটা এই ছোট্ট বাচ্চাটা শিখিয়ে দিচ্ছে।' আরেক ব্যক্তি লেখেন, 'একেবারেই মায়ের মতো হয়েছে। করিনার জব উই মেট ভার্সন।' তৃতীয় ব্যক্তির মতে, 'বেবোর জেরক্স কপি।'
সইফ আলি খানকে আগামীতে হ্যায়ওয়ান ছবিতে দেখা যাবে। প্রিয়দর্শন সেই ছবির পরিচালক করবেন। এখানে অক্ষয় কুমার এবং সইফ আলি খান দীর্ঘ ১৭ বছর পর আবার একসঙ্গে কাজ করবেন, স্ক্রিন ভাগ করবেন। সইফ আলি খানকে নায়কের ভূমিকায়, এবং অক্ষয় কুমারকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে। ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।
প্রসঙ্গত, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। ২০১৬ সালের ২০ ডিসেম্বর ভূমিষ্ট হয় তাঁদের বড় ছেলে তৈমুর আলি খান। আর ছোট ছেলে, জেহের জন্ম ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি।
