আজকাল ওয়েবডেস্ক:  অনলাইন ডেটিংয়ের জগতে উচ্চতা (Height) একটি আশ্চর্যজনকভাবে বড় ভূমিকা পালন করছে। সাম্প্রতিক গবেষণা বলছে, প্রায় ৪৯ শতাংশ নারী তাঁদের ডেটিং অ্যাপ ফিল্টার এমনভাবে সেট করেন যাতে কেবল ৬ ফুট বা তার বেশি উচ্চতার পুরুষদের সঙ্গেই মিল হয়। কিন্তু সমস্যাটা হলো, যুক্তরাষ্ট্রে মাত্র ১৪.৫ শতাংশ পুরুষের উচ্চতা ৬ ফুট বা তার বেশি, আর ৩.৯ শতাংশ পুরুষই ৬ ফুট ২ ইঞ্চি ছাড়ান। অর্থাৎ, অনলাইনে এই সীমিত সংখ্যক পুরুষকে ঘিরেই প্রতিযোগিতা তৈরি হচ্ছে। গবেষকরা একে বলছেন আধুনিক ডেটিংয়ে “হাইট প্রিমিয়াম” বা উচ্চতার অতিরিক্ত চাহিদা।

কেন এমন প্রবণতা?

১. উচ্চতা একটি ফিল্টার হিসেবে
অনেক নারী ডেটিং অ্যাপে প্রথমেই উচ্চতা নির্দিষ্ট করেন। ৬ ফুট বা তার বেশি পুরুষকে প্রাধান্য দেওয়া যেন এক ধরনের প্রাথমিক ছাঁকনি হয়ে উঠেছে।


২. সীমিত মিল
এই শর্ত মেনে সম্ভাব্য মিলের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়। ফলে অনেক ক্ষেত্রে সম্পর্কের সুযোগ হাতছাড়া হচ্ছে।


৩. সাংস্কৃতিক প্রভাব
উচ্চতাকে দীর্ঘদিন ধরেই পুরুষালি বৈশিষ্ট্য, আকর্ষণ, এমনকি সামাজিক মর্যাদার সঙ্গে যুক্ত করে দেখা হয়।


৪. শারীরিক আকর্ষণের বাইরে
মনোবিজ্ঞানীরা মনে করিয়ে দিচ্ছেন, উচ্চতা শুরুতে আকর্ষণের উপাদান হলেও দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে হাস্যরস, আবেগী বুদ্ধিমত্তা, পারস্পরিক মূল্যবোধের মিল অনেক বেশি গুরুত্বপূর্ণ।


৫. মিসড অপারচুনিটি বা হারানো সুযোগ
শুধুমাত্র উচ্চতার কারণে অনেক মানুষ সম্ভাব্য সঙ্গী থেকে বাদ পড়ছেন, যদিও তাঁদের ব্যক্তিত্ব বা মানসিকতা দীর্ঘমেয়াদে সম্পর্কের জন্য বেশি উপযোগী হতে পারত।

গবেষকদের মত

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ফিল্টার বাস্তব জীবনের পছন্দকে আরও কঠোর করে তুলছে। বাস্তবে যেমন উচ্চতার প্রতি আকর্ষণ থাকে, অ্যাপে ফিল্টার সেট করার ফলে সেই প্রবণতা বাড়তি বাধা তৈরি করছে। ফলে অ্যাপের বিশাল ব্যবহারকারী থাকা সত্ত্বেও অনেকেই উপযুক্ত সঙ্গী খুঁজে পাচ্ছেন না।

আকর্ষণের বিবর্তন

মনোবিজ্ঞানীদের মতে, আকর্ষণ সময়ের সঙ্গে বদলাতে পারে। কেউ হয়তো শুরুতে উচ্চতার কারণে কম আকর্ষণীয় মনে হতে পারেন, কিন্তু চরিত্র, আচরণ, হাস্যরস, বা আবেগী সংযোগের কারণে তিনি পরবর্তীতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। অনলাইন ডেটিংয়ে উচ্চতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও, কেবল এটিকে একমাত্র মানদণ্ড বানানো সম্পর্কের সম্ভাবনাকে সীমিত করছে। বিশেষজ্ঞরা তাই পরামর্শ দিচ্ছেন—শুধু উচ্চতার দিকে নজর না দিয়ে ব্যক্তিত্ব, হাস্যরস, মূল্যবোধ ও আবেগী বোঝাপড়াকেও গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন: সুঠাম দেহের কারনে ব্লাউজ কেনায় ঝক্কি? এই ডিজাইনের ব্লাউজ পড়লেই ঠিকরে বেরোবে আবেদন!

পরিশেষে বলা যায়, অনলাইন ডেটিংয়ের এই উচ্চতা-নির্ভর প্রবণতা আধুনিক সমাজে সম্পর্ক বাছাইয়ের এক নতুন বৈষম্যের ছবি তুলে ধরছে। বাস্তবে যেখানে অধিকাংশ পুরুষই ৬ ফুটের নিচে, সেখানে এই অযৌক্তিক প্রত্যাশা অনেককে একেবারে প্রাথমিক পর্যায়েই ছেঁটে ফেলছে। এর ফলে শুধু ব্যক্তিগত সম্পর্কের সুযোগই সীমিত হচ্ছে না, বরং সম্পর্ক খোঁজার পুরো প্রক্রিয়াটাই হয়ে উঠছে আরও প্রতিযোগিতামূলক ও হতাশাজনক। গবেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী সম্পর্কে আসল শক্তি লুকিয়ে থাকে পরস্পরের আস্থা, সম্মান, সমঝোতা ও আবেগী সংযোগে। তাই ভবিষ্যতের ডেটিং সংস্কৃতি যদি আরও সমতা ও বাস্তবতার দিকে অগ্রসর হতে চায়, তবে উচ্চতা নয়—মানুষের গুণাবলীকেই প্রধান মানদণ্ডে পরিণত করতে হবে।