আজকাল ওয়েবডেস্ক: বাড়ির কোণায় বা ছাদের কোণায়  জমে থাকা মাকড়সার জাল ঘরকে নোংরা ও অগোছালো দেখায়। যদিও মাকড়সা কীটপতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে, তবু অনেকেই ঘরের ভেতর এদের উপস্থিতি পছন্দ করেন না। এ ক্ষেত্রে কঠিন রাসায়নিক ব্যবহার না করে কিছু প্রাকৃতিক উপায়েই সহজে মাকড়সা ও জাল থেকে মুক্তি পাওয়া যায়।

প্রথমেই ঘরের নিয়মিত পরিচ্ছন্নতা জরুরি। ছাদের কোণ, আসবাবের নিচে, জানালার পাশে নিয়মিত ঝাড়ু বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। বেসমেন্ট, অ্যাটিক বা গ্যারেজের মতো জায়গা থেকে অপ্রয়োজনীয় বাক্স, পুরনো খবরের কাগজ ও জঞ্জাল সরিয়ে ফেললে মাকড়সার আশ্রয়স্থল কমে যায়।প্রাকৃতিক উপাদানের মধ্যে সাদা ভিনেগার অন্যতম কার্যকর প্রতিকার। সমান পরিমাণ ভিনেগার ও জল  মিশিয়ে স্প্রে বোতলে ভরে জানালা, দরজা ও অন্ধকার কোণে ছিটিয়ে দিন। ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিডের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না।

আরও পড়ুন: পরকীয়ায় মত্ত স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী, বিনিময়ে গরুর সঙ্গে এ কী করতে হল প্রেমিককে! বিচিত্র প্রথা নিয়ে তুঙ্গে বিতর্ক

একইভাবে, পিপারমিন্ট এসেনশিয়াল অয়েলও একটি শক্তিশালী প্রাকৃতিক বিকল্প। ১০ থেকে ১৫ ফোঁটা পিপারমিন্ট তেল এক বোতল জলে  মিশিয়ে বেজবোর্ড, জানালার ধারে ও প্রবেশপথে স্প্রে করলে মাকড়সা দূরে থাকে। সাইট্রাস বা লেবু-কমলার গন্ধও মাকড়সা অপছন্দ করে। জানালার সিলে বা দরজার ফ্রেমে লেবুর খোসা ঘষে নিতে পারেন, অথবা সাইট্রাস তেল ও পানি মিশিয়ে স্প্রে ব্যবহার করতে পারেন।

সিডার কাঠও মাকড়সা তাড়ানোর আরেকটি কার্যকর উপাদান। আলমারি, কোণ বা স্টোররুমে সিডার কাঠের টুকরো বা চিপস রাখলে মাকড়সা দূরে থাকে। চাইলে সিডার অয়েল জলে  মিশিয়ে ঘরে স্প্রে করাও যেতে পারে।

আরও পড়ুন: দিওয়ালির আগে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কাজ করতে করতেই ঝলসে গেলেন বহু, মৃত অন্তত ছয়

ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস বা দারচিনি গুঁড়ো শুকিয়ে ছোট কাপড়ের ব্যাগে ভরে জানালার পাশে বা আলমারিতে রাখলে মাকড়সা দূরে থাকে এবং ঘরে একটি মনোরম সুগন্ধও ছড়ায়। এছাড়া ফুড-গ্রেড ডায়াটোমেসিয়াস আর্থ (DE) বেজবোর্ড বা আসবাবের নিচে ছিটিয়ে দিলে মাকড়সা শুকিয়ে মারা যায়, তবে এটি মানুষ বা পোষা প্রাণীর জন্য ক্ষতিকর নয়।

ঘরের ফাটল, জানালা বা দরজার ফাঁকফোকর মাকড়সার প্রবেশপথ হিসেবে কাজ করে। তাই এগুলো কক বা ওয়েদার স্ট্রিপিং দিয়ে বন্ধ করে দিন। জানালায় নেট লাগালে বাইরের মাকড়সাও প্রবেশ করতে পারবে না।

মাকড়সা সাধারণত স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। তাই ঘরের আর্দ্রতা কমাতে ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন, লিক করা পাইপ মেরামত করুন এবং বেসমেন্ট বা অ্যাটিকে যথাযথ বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন। সবশেষে, নিয়মিত লম্বা দণ্ডযুক্ত ঝাড়ু বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ছাদ, কোণা ও আলমারির পিছনের জাল পরিষ্কার করুন।

ভিনেগার, এসেনশিয়াল অয়েল, সাইট্রাস ও সিডারের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সহজেই মাকড়সা দূরে রাখা সম্ভব। নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং প্রবেশপথ বন্ধ রাখলেই ঘর থাকবে মাকড়সা ও জালমুক্ত—পরিষ্কার, নিরাপদ ও আরামদায়ক।