মহিলাদের স্বাস্থ্যের যত্নে আসছে এক যুগান্তকারী উদ্ভাবন। জুরিখের গবেষক দল তৈরি করেছেন মেনস্ট্রুআই নামের এক বিশেষ প্রযুক্তি, যা সাধারণ স্যানিটারি প্যাডকে পরিণত করবে রোগ শনাক্তের আধুনিক যন্ত্রে। এতে ঋতুস্রাবের সময় ব্যবহৃত প্যাড থেকেই জানা যাবে শরীরের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসংক্রান্ত তথ্য। এত দিন যা রক্ত পরীক্ষা করা ছাড়া বোঝা সম্ভব হত না, তা শুধুমাত্র এই অত্যাধুনিক পিরিয়ডের প্যাডই বলে দিতে পারবে।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি? মেনস্ট্রুআই প্যাডের ভেতরে বসানো থাকে 'পেপার-বেসড ল্যাটারাল ফ্লো টেস্ট স্ট্রিপ'। যা দেখতে অনেকটা কোভিড র্যাপিড টেস্টের মতো। ঋতুস্রাবের রক্ত স্ট্রিপে পৌঁছলে তাতে থাকা অ্যান্টিবডির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হয় এবং স্ট্রিপের রঙ বদলে যায়। প্যাডের রং যত বেশি গাঢ় হবে, সংশ্লিষ্ট রোগের ঝুঁকি তত বেশি বোঝাবে। ব্যবহারকারী চাইলে খালি চোখে রং দেখে ফল বুঝতে পারবেন বা স্মার্টফোন অ্যাপ দিয়ে ছবি তুলে এআই-ভিত্তিক বিশ্লেষণ করাতে পারবেন। যা সূক্ষ্ম রঙের পার্থক্যও শনাক্ত করবে।
আরও পড়ুনঃ স্বপ্নের 'উপহার'! ১১ বছর আগের মৃত স্বামীর সন্তানের মা, মহিলার দাবি ঘিরে তুমুল হইচই
প্রথম ধাপে মেনস্ট্রুআই তিনটি গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা শনাক্ত করতে পারবে। যেমন-
১. সি-রিঅ্যাকটিভ প্রোটিন (সিআরপি): শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশনের সংকেত
 
 ২. কারসিনোএম্ব্রায়োনিক অ্যান্টিজেন (সিইএ): টিউমার বা ক্যানসারের ঝুঁকি
 
 ৩.  সিএ-১২৫: এন্ডোমেট্রিওসিস এবং ডিম্বাশয়ের ক্যানসারের সম্ভাব্য ইঙ্গিত

কেন এটি গুরুত্বপূর্ণ? ঋতুস্রাবের রক্তে এমন অনেক প্রোটিন থাকে যা শিরার রক্তের মতোই স্বাস্থ্যের তথ্য দিতে পারে। তবুও এতদিন এটি চিকিৎসা পরীক্ষায় উপেক্ষিত ছিল। মেনস্ট্রুএআই সেই সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে ঠিক কী কী উপকার পাবেন-
আরও পড়ুনঃ মোবাইল নিয়ে বাথরুমে গিয়ে ভুলেও এই কাজ করবেন না! শেষ হয়ে যাবে ভবিষ্যৎ
* হাসপাতালে না গিয়েও ঘরে বসে স্বাস্থ্য পরীক্ষা সম্ভব। 
 
 * সূঁচ ফোটানো বা আলাদা রক্ত সংগ্রহের দরকার নেই
 
 * রোগের ঝুঁকি দ্রুত শনাক্ত করে সময়মতো চিকিৎসা শুরু করা যাবে
 
 * সহজে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হবে। 
প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার পর বর্তমানে ১০০ জনেরও বেশি মহিলাকে নিয়ে বড় পরিসরে ট্রায়াল চলছে। এতে প্রযুক্তি বাস্তব জীবনে কতটা কার্যকর, বিভিন্ন বয়স ও স্বাস্থ্য পরিস্থিতিতে এর ফল কতটা নির্ভুল, এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা কেমন তা বিশ্লেষণ করা হবে।
গবেষকদের মতে, এটি শুধু একটি চিকিৎসা প্রযুক্তি নয়, বরং ঋতুস্রাবকে ঘিরে প্রচলিত সামাজিক ট্যাবু ভাঙারও চেষ্টাও বটে। তাঁরা বলছেন, ঋতুস্রাব কোনও লজ্জার বিষয় নয়, মহিলাদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারও। মেনস্ট্রুআই সাশ্রয়ী, বেদনাহীন ও কার্যকর পদ্ধতিতে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ করে দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে এটির বড় ভূমিকা রয়েছে এবং আগামী দিনে মহিলাদের স্বাস্থ্যের উন্নতিতে বিপ্লব আনতে পারে।
