মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কী হয় আত্মার,... প্রশ্ন হাজারো। অনেকেই জানতে চান মৃত্যুর পর ঠিক কী ঘটে, সেটাই এবার সকলের সঙ্গে ভাগ করে নিলেন এক ব্যক্তি। জানালেন মাত্র কয়েক মিনিটের মৃত্যুর পর ফের জীবিত হয়ে ওঠার আগে কী দেখলেন।
ফিলিপ নামক এক ব্যক্তি জানিয়েছেন মাত্র ৬ মিনিটের জন্য মারা গিয়েছিলেন তিনি। তারপর পুনরায় জীবন ফিরে পেয়েছেন। তাঁর কথায়, সেই অভিজ্ঞতাই জীবন এবং মৃত্যু নিয়ে সমস্ত ধারণা বদলে দিয়েছে। ফিলিপের মতে আমরা জীবন বলতে যা বুঝি সেটা মৃত্যুতে শেষ হয় না। আত্মা থেকেই যায়। সেটা অবিনশ্বর। আমাদের যা চলিত করে সেটা ঈশ্বরের তৈরি, সেটা কখনও নষ্ট হয় না। শেষ হয় না।
২০১৫ সালে এই ঘটনাটি ঘটেছিল। শরীর চর্চা করার সময় আচমকাই পড়ে যান ফিলিপ। এক চিকিৎসক সেই ঘটনার কথা স্মরণ করে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ফিলিপের হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। ওর শরীর ঠান্ডা হতে শুরু করেছিল। 'ক্লিনিক্যালি ডেড' ঘোষণা করে দেওয়া হয় ফিলিপকে। চিকিৎসকরাই ফিলিপকে পরবর্তীতে জানিয়েছিলেন যে প্রায় ৬ মিনিটের জন্য তাঁর পালস পাওয়া যায়নি। আর সেই সময়ই ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল সেটাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফিলিপ।
তিনি জানিয়েছেন যে এই ৬ মিনিটের জন্য তিনি একেবারে অন্য একটা ডাইমেনশনে পৌঁছে গিয়েছিলেন। তাঁর মনে হচ্ছিল সেটা যেন একটা বিরাট খোলা মঞ্চ, যেখানে কোনও আকাশ নেই, নেই তারা, চাঁদ... কিছু নেই। ওই সময় তাঁকে নিয়ে যে শোরগোল চলছিল, তাঁর প্রাণ ফেরানোর যে চেষ্টা চলছিল সেগুলো কিছুই টের পাননি ফিলিপ। তাঁর কথায়, যদি তিনি সেটা জানতে পারতেন, তাহলে তিনি বলতেন তাঁকে যেন আর না ফেরানো হয় এখানে। কিন্তু কীভাবে সেই জগতে পৌঁছেছিলেন ফিলিপ? তিনি জানিয়েছেন তাঁর মনে হয়েছিল সামনে একটা দরজা খুলে গেল, আর তিনি। সেটা দিয়ে এই দুনিয়ায় প্রবেশ করেন। এটা বোঝেননি যে তাঁর দেহটা পিছনেই পরে রইল।
বলা যায়, ফিলিপ দ্বিতীয় জীবন পেয়েছেন। আর এই নতুন জীবনে তিনি আর কিছুতেই ভয় পান না। আগামীতে কী ঘটবে, সেটা নিয়ে আর ভাবেন না, বা চিন্তিত হন না। এই জীবনে কত অদ্ভুত ঘটনাই না ঘটে, বলুন? সবের কী উত্তর পাওয়া যায়। তবুও যাঁদের ভীষণ জানতে ইচ্ছে করে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তাঁদের হয়তো খানিকটা উত্তর দিতে পেরেছিলেন ফিলিপ।
