আজ ১৬ আগস্ট জন্মাষ্টমী। প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। পুরাণ অনুসারে, মথুরায় এই দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। জ্যোতিষ গণনা বলছে, এবছর জন্মাষ্টমী তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ১৮৩৫ সালে যে গ্রহদের সংযোগ হয়েছিল তা ১৯০ বছর পর ফের হতে চলেছে। ওই বছরের মতো এবারও ১৬ আগস্ট জন্মাষ্টমী পালিত হচ্ছে। সঙ্গে চন্দ্র, সূর্য, মঙ্গল ও বৃহস্পতি একই অবস্থানে আসছে। 

জন্মাষ্টমীতে চন্দ্র তার উচ্চ রাশি বৃষ রাশিতে, সূর্য তার নিজস্ব রাশি সিংহে , বৃহস্পতি মিথুন রাশিতে এবং মঙ্গল কন্যা রাশিতে থাকবে। এমন পরিস্থিতিতে, গৌরী যোগ, আদিত্য যোগ এবং ভেষি যোগের সংমিশ্রণ ঘটে। এবার জন্মাষ্টমীতে আরও অনেক বিরল যোগ তৈরি হচ্ছে। এই শুভদিনে মিথুন রাশিতে বৃহস্পতি-শুক্রের গজলক্ষ্মী রাজযোগ, কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে ষড়াষ্টক রাজযোগ, কর্কটে সূর্য-বুধের মহামিলনে বুধাদিত্য রাজযোগ, কন্যায় মঙ্গল-শনি নবপঞ্চম রাজযোগ, অমৃত সিদ্ধি যোগ, এবং রাজরাজেশ্বর যোগও তৈরি হচ্ছে। আর এই সমস্ত রাজযোগের প্রভাবে পাঁচ রাশির জীবন বড় বদল আসতে চলেছে।  অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি আছেন তালিকায়? জেনে নিন- 

আরও পড়ুনঃ রাত পোহালেই জন্মাষ্টমী, বাজার থেকে কিনতে হবে না, কৃষ্ণের ভোগে মিষ্টি তৈরি করুন বাড়িতেই

বৃষঃ জন্মাষ্টমীতে বৃষ রাশির দ্বিতীয় ঘরে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে। ফলে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হবে। পরিবার সূত্রে কোনও সুখবর পেতে পারেন। অফিসে প্রমোশনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। ব্যবসায়ীরা পার্টনারে সঙ্গে কোনও বড় চুক্তি করতে পারেন। 


মিথুনঃ জন্মাষ্টমীতে গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। মিথুনে বৃহস্পতি ও শুক্র অবস্থান করায় সম্মান বাড়বে। কাজের দক্ষতায় কর্মক্ষেত্রে সুখ্যাতি অর্জন করতে পারেন। কেরিয়ারে নতুন মোড় আসতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। আগের কোনও বিনিয়োগ থেকে লাভবান হবেন।  


সিংহঃ জন্মাষ্টমীতে সিংহ রাশির জন্য সুসময় শুরু হবে। সূর্য নিজের রাশি সিংহে গমন করবে, ফলে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে আজ থেকে ইতিবাচক পরিবর্তন হবে। বিবাহিত জীবনে সুখ থাকবে। সমাজে যশ-খ্যাতি বাড়বে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। চাকরিতে বেতন বাড়তে পারে। 
 

ধনুঃ জন্মাষ্টমীতে শুভ সময় শুরু হবে ধনু রাশির। এই রাশির সপ্তম ঘরে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে। যার প্রভাবে সামাজিক প্রতিপত্তি বাড়বে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন এমন কোনও সুসংবাদ পেতে পারেন। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। 

আরও পড়ুনঃ তিল কিংবা আঁচিলও হতে পারে ক্যানসারের লক্ষণ! কোন তিল প্রাণঘাতী বুঝবেন কীভাবে?

মকরঃ জন্মাষ্টমী মকর রাশির জীবনে সুদিন নিয়ে আসছে। এই রাশির ষষ্ঠ ঘরে আদিত্য যোগ গঠিত হবে। যা আর্থিক লাভের সুযোগ করে দেবে। কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। যিনি পরবর্তীকালে কেরিয়ারে সাহায্য করবে। বহুজাতিক কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।