আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রী দাম্পত্য জীবনে বহু জিনিসপত্রই একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন। কিন্তু জানেন কি এমন একটি জিনিস আছে যা স্বামী-স্ত্রীর একসঙ্গে ব্যবহার করা উচিত নয়। সেই জিনিসটি হল তোয়ালে। শুনতে অবাক লাগলেও এর নেপথ্যে একটি বৈজ্ঞানিক কারণ আছে। একই তোয়ালে ব্যবহারের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে অ্যাথলিট ফুট নামের একটি ছোঁয়াচে ছত্রাকজনিত সংক্রমণ।
কী এই রোগ?
অ্যাথলিট ফুট চিকিৎসাবিজ্ঞানের ভাষায় টিনিয়া পেডিস নামে পরিচিত, এটি মূলত ছত্রাকজনিত সংক্রমণ। এটি ডার্মাটোফাইট নামক এক ধরণের ছত্রাক দ্বারা সৃষ্ট হয়। এই একই ধরণের ছত্রাক দাদ এবং গোপনাঙ্গে চুলকানিরও কারণ। এহেন ছত্রাকই ছড়িয়ে পড়তে পারে তোয়ালের মাধ্যমে।
কীভাবে ছড়ায়?
অ্যাথলিট ফুটের জন্য দায়ী ছত্রাক (ডার্মাটোফাইট) উষ্ণ এবং আর্দ্র পরিবেশে দ্রুত বংশবিস্তার করে। ভারতের মতো উষ্ণ আবহাওয়ায় ভেজা তোয়ালে এই ছত্রাকগুলির বেঁচে থাকার এবং ছড়িয়ে পড়ার জন্য আদর্শ। যখন একজন সংক্রামিত ব্যক্তি তোয়ালে ব্যবহার করেন, তখন তাঁর ত্বকের কোষ এবং ছত্রাক তোয়ালের তন্তুর মধ্যে লেগে যায়। যদি অন্য একজন ব্যক্তি একই তোয়ালে ব্যবহার করেন, তাহলে ছত্রাক তাঁদের ত্বকে স্থানান্তরিত হতে পারে এবং সংক্রমণ ঘটাতে পারে। পায়ে থাকা সামান্য ক্ষত, ফাটল বা আর্দ্রতা ছত্রাককে ত্বকের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। একই তোয়ালে ব্যবহারের ফলে সুস্থ ব্যক্তির পায়ে এই ছত্রাকগুলো পৌঁছলে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে। একইভাবে, জুতো, মোজা, মাদুর, বিছানার চাদর বা সুইমিং পুলের মতো আর্দ্র জায়গায় খালি পায়ে হাঁটার মাধ্যমেও এই সংক্রমণ ছড়াতে পারে।
