আজকাল ওয়েবডেস্ক: শীতের সময়ে বিয়েবাড়িতে কেমন সেজে যাবেন সেই নিয়ে চিন্তা তো থাকেই। ডিজাইনার শাড়ির সঙ্গে কার্ডিগান একেবারেই বেমানান। আবার চাদর নিলেও সেকেলে লাগে ভীষণ। কী করবেন? পরতে পারেন টার্টল নেক ডিজাইনার ব্লাউজ কিংবা পোশাক। আর এর সঙ্গে পছন্দের নেকলেস ও আপনি পরতে পারবেন যদি মেনে চলেন এই কয়েকটি টিপস।
টার্টল নেক পোশাকের সঙ্গে সঠিক ভাবে নেকলেস পড়া নিঃসন্দেহে একটি আর্ট। স্টাইলিস্টদের মতে, টার্টলনেক পোশাক হল একটি ফাঁকা ক্যানভাসের মতো। সেটাকে যেমন খুশি সাজানো যায়। তবে আপনি কোন ফ্যাব্রিকের শীত পোশাক পরছেন সেটা গুরুত্বপূর্ণ। গলার কাছে যদি মোটা ফ্যাব্রিক জড়ো হয়ে থাকলে নেকলেস পরলে একেবারেই মানাবে না। টার্টলনেক পোশাক পরার পরে আপনার নেক লেন্থ কতটা থাকছে তার ওপর নির্ভর করে স্টাইলিং।
এছাড়া শরীরের গঠনও গুরুত্বপূর্ণ। চওড়া স্ট্রাকচার হলে ট্যাটল নেক পোশাকের সঙ্গে লেয়ার্ড নেকলেস পরুন । তবে সেটি যেন খুব লম্বা না হয়। যাঁদের স্ট্রাকচার ছোট ভারী নেকলেস পরবেন না। আর লেয়ার্ড নেকলেসের বদলে মোটা চেন পরতে পারেন।
পুরো লুক দেখতে হবে কেমন লাগছে। ঢিলেঢালা চঙ্কি নিট, বয়ফ্রেন্ড ব্লেজার, ওভারসাইজ লেদার জ্যাকেট এবং ট্রেঞ্চের মতো পোশাকের সঙ্গে সিঙ্গল পিস চেন মানায়। জোর করে কিছু করবেন না। সম্পূর্ণ লুকের মধ্যে কিন্তু জুতোও আছে। তাই লুক সেট করার আগে সচেতন থাকুন। টার্টল নেক টপের সঙ্গে শাড়ি পরলে নেকলেসের পরিবর্তে বড় স্টাড পরুন । আর হিলস পরতে ভুলবেন না।