আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার বয়স ৫০, প্রেমিকপ্রবর সবে ২৭। দু'জনের বয়সের পার্থক্য প্রায় ২৩ বছর। কিন্তু ভালবাসা কি বয়সের ফারাক মানে? মোটেই না। লোকে যাই বলুক, একসঙ্গে দিব্যি সুখে আছেন র্যাচেল এবং অ্যালেক্স। এই মার্কিন যুগলের খবর এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সমাজমাধ্যমে।
র্যাচেল আর অ্যালেক্সের পরিচয় একটি অনলাইন ডেটিং সাইটে। সেখানে অ্যালেক্স নিজের বয়স কিছুটা বাড়িয়ে লিখেছিলেন। কারণ তিনি বরাবরই একটু বেশি বয়সি, পরিণতমনস্ক মহিলাদের প্রতি আকৃষ্ট। ফলে র্যাচেলের সঙ্গে যখন তাঁর মনের মিলন হল, তারপর থেকে আর অন্য কিছু ভাবেননি অ্যালেক্স। এক সঙ্গে চার চারটি বছর কাটিয়ে ফেলেছেন দু’জনে।
বয়সের ফারাকের জন্য সমাজমাধ্যমে বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে দু’জনকে। এমনকী কেউ কেউ তাঁদের মা-ছেলে বলেও ভুল করেন। কিন্তু সে সব কথার তোয়াক্কা করেন না দু’জন। বরং নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা পছন্দ করেন দু’জনেই। সম্প্রতি দু’জনের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। সেখানে র্যাচেল জানান তাঁদের সম্পর্কের সবচেয়ে কঠিন সময় ছিল যখন নিজের ছেলেদের নতুন সম্পর্কের কথা জানান তিনি। তবে এখন সবাই মেনে নিয়েছে যুগলের সম্পর্ক। এমনকী আগামিদিনে নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চান বলেও দাবি করছেন র্যাচেল।
