আজকাল ওয়েবডেস্ক: বসন্তের রঙের উৎসব দোল। বছরভর সাদা-কালো জীবনে একদিনই তো রঙিন হওয়ার সুযোগ! দোল বা হোলি যাই বলুন না কেন, আবির-রঙের মিশেলে ডুবে যেতে ভালবাসেন প্রায় সকলেই। আবার কারওর কাছে রং মেখে ভূত না হলে যেন দোলের মজাই মাটি! আবির বা রং যাই মাখুন না কেন, সবেতেই থাকে ক্ষতিকর রাসায়নিক। বাজার চলতি ভেষজ রঙের গুণমান নিয়েও রয়েছে প্রশ্ন। তাছাড়া রং বা আবির কোনওটাই চুলের জন্য ভাল নয়। তাই দোলের আনন্দের মাঝে যেন চুলের দফারফা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে বই কী!
চুল বাঁচাতে কী করবেন
* চুলে তেল মাখলে উপকার পাবেন। এতে রং খেলার পর শ্যাম্পু করলে সহজে চুল পরিষ্কার হয়ে যাবে।
* রং খেলার আগে গোড়া কষে চুল বেঁধে রাখুন। খোঁপা করে পোশাকের সঙ্গে মানিয়ে কোনও স্কার্ফ বা টুপি দিয়ে মাথা ঢেকে নিতে পারেন। আজকাল হোলিতে বিভিন্ন বাহারি টুপি পাওয়া যায়। সেই সব টুপি ব্যবহার করলে স্টাইলের সঙ্গে চুলও বাঁচবে।
* প্রথমে মাথা থেকে গুঁড়ো রং ঝেরে ফেলুন। তারপর জল দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। শেষে দু-তিন বার শ্যাম্পু করুন। শ্যাম্পুর পর কন্ডিশনার, সিরাপ লাগাতে ভুলবেন না।
* চুলের রং তুলতে প্রথমে জল দিয়ে মাথা ধুয়ে পাতিলেবুর সঙ্গে টক দইয়ের মিশ্রণ লাগান। মিনিট ১৫-২০ পর কোনও হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
* অলিভ অয়েল, মধু ও লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। অথবা ডিমের কুসুমও মাথায় লাগাতে পারেন। শ্যাম্পুর পর ভাল করে কন্ডিশনিং করুন।
