'সবাই চেয়েছিল যেন মানিয়ে নিই কিন্তু...,' আরবাজের সঙ্গে কেন বিয়ে টেকেনি মালাইকার? মুখ খুললেন অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
৩০ ডিসেম্বর ২০২৫ ১৫ : ৫৬
শেয়ার করুন
1
6
বিচ্ছেদের ক্ষত নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। দীর্ঘ বছর পেরিয়ে গেলেও আরবাজ খানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা আজও থামেনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা যা জানালেন, তা শুনে হতবাক অনেকেই। অভিনেত্রী জানিয়েছেন, ২০১৭ সালে যখন তিনি আরবাজের সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কেবল সাধারণ মানুষ বা নেটনাগরিকরাই নয়, খোদ নিজের পরিবার এবং কাছের বন্ধুদের কাছ থেকেও কড়া সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে।
2
6
মালাইকা জানান, সমাজ বা পরিবারের কাছে একজন নারীর নিজের খুশিকে প্রাধান্য দেওয়া আজও যেন এক প্রকার অপরাধ। তিনি বলেন, "সে সময় আমাকে বারবার প্রশ্ন করা হয়েছিল, তুমি নিজের সুখের কথা ভাবছ কীভাবে? সবাই চেয়েছিল আমি যেন মানিয়ে নিয়ে সংসারটা টিকিয়ে রাখি।"
3
6
মালাইকা স্বীকার করেছেন যে, সেই সময়টা তাঁর জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল। চারপাশের মানুষের বাঁকা চাহনি আর বিচার করার মানসিকতা তাঁকে বিদ্ধ করত প্রতি মুহূর্তে। কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
4
6
মালাইকার কথায়, "আমি জানতাম না ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে, কিন্তু এটুকু জানতাম যে নিজের ভাল থাকার জন্য এই পদক্ষেপ করাটা জরুরি ছিল। আজ ফিরে তাকিয়ে আমার কোনও আফসোস নেই।"
5
6
বিবাহবিচ্ছেদ মানেই যে জীবনের শেষ নয়, মালাইকা অরোরা তা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন। বিচ্ছেদের পরও তিনি আরবাজের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন ছেলে আরহানের কথা ভেবে। তবে পরিবারের সেই সময়কার অসহযোগিতা তাঁকে অবাক করেছিল।
6
6
বর্তমানে আরবাজ খান নতুন করে সংসার শুরু করেছেন এবং এক কন্যা সন্তানের বাবাও হয়েছেন। অন্যদিকে, অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর এখন 'সিঙ্গেল লাইফ' কাটাচ্ছেন মালাইকা। কিন্তু তাঁর এই অকপট স্বীকারোক্তি বিটাউনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।