১ জানুয়ারি এই সব কাজ করলেই বদলে যাবে ভাগ্য! লক্ষ্মীদেবীর আশীর্বাদে ২০২৬ সালে ফুলে ফেঁপে উঠবে টাকা-পয়সা
নিজস্ব সংবাদদাতা
৩০ ডিসেম্বর ২০২৫ ১৩ : ৫১
শেয়ার করুন
1
9
আসছে নতুন বছর। ২০২৬ সাল। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অত্যন্ত শুভ। কথিত রয়েছে, এইদিনে বেশ কিছু নিয়ম পালন করলে সারা বছর ভাগ্য সহায় থাকে।
2
9
২০২৬ সালের ১ জানুয়ারিতে তেমনই কোন কোন নিয়ম পালন করলে দেবী লক্ষ্মীর কৃপায় সারা বছর আর্থিক স্থিতি, সুখ ও শান্তি বজায় থাকবে, জেনে নিন-
3
9
নতুন বছরের প্রথম দিন ঘর পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঘরে অপ্রয়োজনীয়, ভাঙা বা বহুদিন ব্যবহার হয় না এমন জিনিস রাখবেন না। বিশ্বাস করা হয়, পরিষ্কার ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন। বিশেষ করে ঘরের মূল দরজা ও রান্নাঘর পরিষ্কার রাখুন। দরজার সামনে জল দিয়ে ধুয়ে নিলে ভাল।
4
9
সকালে স্নান করে প্রার্থনা করুনঃ ১ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। এরপর পরিষ্কার কাপড় পরে ঘরের ঠাকুরঘরে বা শান্ত কোনও জায়গায় একটি প্রদীপ জ্বালান। মনে মনে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন।
5
9
তুলসী গাছের যত্ন নিনঃ ঘরে তুলসী গাছ থাকলে তাতে জল দিন ও একটি ছোট প্রদীপ জ্বালান। যাঁদের বাড়িতে তুলসী নেই, তাঁরা চাইলে এই দিন তুলসী গাছ লাগাতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তুলসী গাছ বাড়িতে থাকলে অর্থ ও শান্তি আসে।
6
9
কাউকে খাবার বা সাহায্য করুনঃ নতুন বছরের প্রথম দিনে দান করা খুব শুভ। চাইলে কাউকে খাবার দিতে পারেন। দরিদ্র মানুষকে সামান্য অর্থ বা জামাকাপড় দিতে পারেন। বিশ্বাস করা হয়, দান করলে মা লক্ষ্মী খুশি হন এবং সংসারে কখনও টাকার অভাব হয় না।
7
9
সন্ধ্যায় প্রদীপ জ্বালানঃ ১ জানুয়ারির সন্ধ্যায় ঘরের মূল দরজার সামনে বা ঠাকুরঘরে প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় ঘরে যেন ঝগড়া, অশান্তি না হয়। মনে শান্তি রেখে প্রার্থনা করলে ইতিবাচক শক্তি বাড়ে।
8
9
এই দিনগুলোতে যা করবেন না: কারও সঙ্গে ঝগড়া করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, কাউকে খালি হাতে ফেরাবেন না, ধার করা টাকা এই দিনে দেওয়া বা নেওয়া এড়িয়ে চলুন। বিশ্বাস অনুযায়ী, এতে অর্থ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
9
9
এই সব নিয়ম খুব সহজ। কথিত রয়েছে, পরিষ্কার মন আর ইতিবাচক ভাবনা থাকলে এর প্রভাব অনেক বেশি হয়। বছরের প্রথম দিন ভালভাবে শুরু করলে সারা বছরটাই ভাল কাটে।