আর মাত্র দু'টো দিন। তারপরই শুরু হবে নতুন বছর। ২০২৬ সালে একাধিক রাশি গ্রহ, নক্ষত্র বদল করবে। এর মধ্যে রয়েছে শনিদেবও। আগামী ২০ জানুয়ারি শনি ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। সকলেই জানেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনির গোচরের বিশেষ মাহাত্ম্য আছে। আগামী বছরের গোড়াতে যখন এই গ্রহ নক্ষত্র বদলাবে তখন তার শুভ প্রভাব পড়বে ৫ রাশির উপর। সাফল্যের চূড়ায় পৌঁছবে তারা। উন্নতি নিশ্চিত। তালিকায় আছে কারা?
মেষ: মেষ রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বহুদিন ধরে আপনার প্রাপ্য যে অর্থ পাচ্ছেন না, কোনও না কোনও কারণে ধনপ্রাপ্তি আটকে যাচ্ছে, সেটা কেটে যাবে। প্রাপ্য টাকা ফিরে পাবেন। কাজের জায়গায় প্রশংসা এবং দায়িত্ব দুই-ই বাড়বে। যাঁরা ব্যবসায়ী তাঁরা তাঁদের ব্যবসাকে আরও বাড়াতে পারবেন।
মিথুন: মিথুন রাশির জাতকদের শনি জায়গা পরির্বতন করার কারণে বিদেশ ভ্রমণের যোগ তৈরি হবে। এমনকী কেউ যদি উচ্চশিক্ষা পাওয়ার কথা ভেবে থাকেন সেই মনের ইচ্ছেও পূর্ণ হবে। বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাবেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে।
সিংহ: যাঁরা কোনও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বা লেখালিখি, মিডিয়ার সঙ্গে যুক্ত তাঁদের খ্যাতি বাড়বে। সমাজে প্রতিপত্তি, যশ বৃদ্ধি পাবে। নতুন বাড়ি গাড়ি কেনার কথা ভেবে থাকলে এটাই আদর্শ সময় বিনিয়োগের জন্য। পরিবারে শান্তি বজায় থাকবে।
তুলা: নতুন প্রজেক্ট বা বড় প্রজেক্ট পাবেন। সন্তানের তরফে কোনও সুখবর পেতে পারেন। আঁকলে কোনও বড় প্রদর্শনী করতে পারেন। কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। হঠাৎ ধনপ্রাপ্তির যোগ রয়েছে।
ধনু: সুখ, সমৃদ্ধি যেমন বাড়বে, তেমনই বিলাসবহুল ভাবে জীবন কাটাবেন। ২০ জানুয়ারির পর গাড়ি বা বাড়ি কিনতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক অবস্থা অনেক উন্নত হবে। চাকরি বদলের কথা ভেবে থাকলে, সেই ইচ্ছে পূরণ হবে।
