আজকাল ব্যস্ততার জীবনে চুলের যত্ন নিতে হিমশিম খান অল্প বয়সিরাও। এমনকী বাড়িতে ঠিক মতো চুল ধোয়া বা শ্যাম্পু করাও হয় না। তাই অনেকেই মাঝে মাঝে পার্লারে গিয়ে হেয়ার ওয়াশ করান। এতে যেমন চুলের পরিচ্ছন্নতা বজায় থাকে, তেমনই বেশ রিল্যাক্সও অনুভব হয়। বর্তমানে সেলুনে চুল ধোওয়া দৈনন্দিন সৌন্দর্য রুটিনের অংশ হয়ে উঠেছে। কিন্তু জানেন কি এই হেয়ার কেয়ার রুটিনের কারণে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই সাধারণ চুলের পরিচর্য়ার মধ্যেই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি লুকিয়ে থাকতে পারে।

২০২৫ সালের মে মাসে দ্যা আমেরিকান জার্নাল অফ ইমারজেন্সি মেডিসিনে প্রকাশিত এক গবেষণা জানিয়েছে যে চুল ধোওয়ার সময় অতিরিক্ত পেছনের দিকে মাথা হেলানোয় মস্তিষ্কে রক্ত সঞ্চালনের গুরুত্বপূর্ণ ধমনী ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে এক বিরল ধরনের স্ট্রোকের ঝুঁকি বাড়ে, যাকে গবেষকরা নাম দিয়েছেন বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম (বিপিএসএস)। 

আরও পড়ুনঃ ফল খাওয়ার পরই জল পান? সাবধান! ৯০% মানুষ করেন এই ভুল, শরীরে কত বড় প্রভাব পড়ে

কীভাবে ঝুঁকি তৈরি হয়? সেলুনে চুল ধোওয়ার সময় গ্রাহকের মাথা সাধারণত হার্ড বেসিনে পেছনের দিকে ঝোঁকানো হয়। ব্যাক ওয়াশ বেসিনে বসতে হয় অনেকক্ষণ। এই সময় অনেকেই বেকায়দায় অদ্ভুত অ্যাঙ্গেলে ঘাড় রাখেন। গবেষকরা সতর্ক করেছেন, এই পজিশনে দীর্ঘ সময় থাকলে ঘাড়ের ধমনীতে চাপ পড়তে পারে বা আঘাত সৃষ্টি হতে পারে। ফলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্ট্রোকের আশঙ্কা তৈরি হয়। যদিও এই ঘটনা বিরল, কিন্তু এর প্রভাব মারাত্মক হতে পারে। সেক্ষেত্রে যদি চুল ধোওয়ার পর বেশ কয়েকটি উপসর্গ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। যেমন-

*মাথা ঘোরা বা ভারসাম্য হারানো

*চোখে ঝাপসা দৃষ্টি

*মাথাব্যথা বা বমিভাব

*কথা বলা বা ভাব প্রকাশে সমস্যা

*শরীরের একপাশে দুর্বলতা অনুভব করা

বয়স্কদের মধ্যেই স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। এর মধ্যে হাই ব্লাড প্রেশার, ডায়াবিটিস বা কোলেস্টেরল থাকলে স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে বেশি। তবে কমবয়সি, স্বাস্থ্যবান মানুষদেরও স্ট্রোক হতে পারে। গবেষণা বলছে, বিপিএসএস ৫০ বছরের বেশি বয়সি মহিলাদের মধ্যে হওয়ার প্রবণতা বেশি। পাতলা বা সরু রক্তনালী, ঘাড়ে স্পাইনাল কলামের আর্থ্রাইটিস থাকলে এই ঝুঁকে আরও বেড়ে যায়।

গবেষকরা পরামর্শ দেন,  সেলুনে চুল ধোয়ার সময়ে স্টাইলিস্টদের উচিত গ্রাহকের ঘাড় এমনভাবে রাখা যাতে অতিরিক্ত পেছনের দিকে বেশি হেলে না পড়ে। গ্রাহকরা যদি ঘাড়ে কোনও সমস্যা অনুভব করেন, তা আগে থেকেই স্টাইলিস্টকে জানানো প্রয়োজন। কোনও উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি। গবেষকরা বিশেষভাবে উল্লেখ করেছেন যে সচেতনতা এবং সঠিক অবস্থান মেনে চুল ধোয়া এই ঝুঁকি অনেকাংশে কমাতে সাহায্য করে।