আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার মানুষ বিশ্বাসভঙ্গ করলে এমনিতেই মানসিক ভাবে ভেঙে পড়ে মানুষ। সুস্থ-স্বাভাবিক সম্পর্কে তবু কথপোকথন থাকে, সমাপ্তি থাকে। কিন্তু কখনও কখনও এমন ভাবে জানা যায় সেই বিশ্বাসভঙ্গের কথা যার অভিঘাত সহ্য করা সত্যিই কঠিন। এমনই এক ঘটনার কথা সম্প্রতি নেটমাধ্যম রেড্ডিটে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক যুবক। ঠিক কী হয়েছে তাঁর সঙ্গে?
যুবক জানিয়েছেন, সম্প্রতি নিজের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছেন তিনি। যাঁকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচয় দিতেন তাঁর স্ত্রী, তাঁর সঙ্গেই পরকীয়ায় জড়িয়েছেন তিনি। তবে শুধু পুরুষই থেমে থাকেননি। যুবক জানিয়েছেন, কিছুদিন আগেই বাগদান সেরেছিলেন স্ত্রীর ওই ‘বন্ধু’। তাঁর বাগদত্তার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী!
কীভাবে জানতে পারলেন এত কথা? যুবক জানিয়েছেন, “একদিন মধ্যরাতে তিনি দেখেন স্ত্রী পা টিপে টিপে ঘরে ঢুকছেন। তার পর তাঁদের ব্যবহারের আদরপুতুল লুকিয়ে রাখছেন আলমারিতে। এই ঘটনা স্বচক্ষে দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ে স্বামীর। হাতেনাতে ধরা পড়তেই সব খুলে বলেন স্ত্রী। স্বীকার করেন গত ১৮ বছর ধরে যাঁকে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচয় দিয়ে আসছেন তিনি, তাঁর সঙ্গেই শারীরিক সম্পর্ক রয়েছে তাঁর। পোস্টের শেষে যুবক আক্ষেপের সুরে বলছেন, “ভেবেছিলাম ওঁর সঙ্গে সারাটা জীবন কাটাব। কিন্তু আর সম্ভব নয়। এর পর আর ডিভোর্স ছাড়া কিছুই মাথায় আসছে না।”
