আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট সময় পর সমস্ত গ্রহ রাশি-নক্ষত্র পরিবর্তন করে৷ যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। চন্দ্র একটি রাশিতে প্রায় আড়াই দিন থাকে, ফলে ১৫ দিন অন্তর একই রাশিতে ফিরে আসে। আজ ১৯ মার্চ হোলির পঞ্চম দিনে চন্দ্রদেব রাশি পরিবর্তন করবেন। বুধবার দুপুর ২টো ৬ মিনিটে মঙ্গলের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন চন্দ্র। যার ফলে কপাল খুলবে ৩ রাশির। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন-

মেষ- চন্দ্রের রাশি পরিবর্তনে মেষ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার অবসান হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন।অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য ঠিক রাখতে পারবেন, ফলে সঞ্চয় বাড়বে। পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারেন। সন্তানের শরীরের দিকে খেয়াল রাখুন।

কর্কট- চন্দ্র গোচরের ইতিবাচক প্রভাব পড়বে কর্কট রাশির উপর। সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারে । চাকরিতেও উন্নতির যোগ রয়েছে।শারীরিক অসুস্থতায় ভুগলে এবার সুস্থ হয়ে উঠবেন।

বৃশ্চিক- চন্দ্রের প্রভাবে বৃশ্চিক রাশির ভাগ্য সদয় হবে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে৷ বিশেষ করে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে উন্নতি হবে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফল পাবেন। সংসারে আর্থিক সমস্যা মিটবে। প্রেমের জীবন সুখের হবে।