আজকাল ওয়েবডেস্কঃ জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট সময় অন্তর সমস্ত গ্রহ রাশি-নক্ষত্র পরিবর্তন করে৷ যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। চন্দ্র একটি রাশিতে প্রায় আড়াই দিন থাকে, ফলে ১৫ দিন অন্তর এক একটি রাশিতে ফিরে আসে। সোমবার ৩০ জুন চন্দ্রদেব পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র ২৭টি নক্ষত্রের মধ্যে ১১তম এবং এটি সিংহ রাশির অন্তর্গত, যার অধিপতি সূর্য। চন্দ্রদেব ২৯ জুন সিংহ রাশিতে প্রবেশ করেন এবং আগামী ১ জুলাই পর্যন্ত সেখানে থাকবেন। আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হলেন শুক্র। তাই চন্দ্রের গোচরের প্রভাবে তিনটি রাশি যেমন চন্দ্রদেবের আশীর্বাদ পাবেন, তেমনই শুক্রেরও ইতিবাচক প্রভাব পড়বে।
বৃষ- চন্দ্র গোচরের ইতিবাচক প্রভাব পড়বে বৃষ রাশির উপর। সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারে । চাকরিতেও উন্নতির যোগ রয়েছে।শারীরিক অসুস্থতায় ভুগলে এবার সুস্থ হয়ে উঠবেন।
ধনু- চন্দ্রদেবের আশীর্বাদে ধনু রাশির ভাগ্য সহায় হবে। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। অফিসে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন৷ সন্তানের বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
মীন- চন্দ্রের স্থান বদল মীন রাশির জন্য লাভজনক হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে৷ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন, যা থেকে ভবিষ্যতে লাভ হবে। চাকরিতে প্রমোশন হতে পারে৷ প্রবীণদের স্বাস্থ্যের উন্নতি হবে।
