আজকাল ওয়েবডেস্ক: সাধারণত ব্লাইন্ড ডেট মানে দুই জন অপরিচিত মানুষের মধ্যে আলাপ পরিচয়ের এক অনানুষ্ঠানিক রোমান্টিক সাক্ষাৎ। কিন্তু ২০২১ সালে চীনে ব্লাইন্ড ডেটকে ঘিরে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে, যেটি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটে চীনের ঝেজিয়াং প্রদেশে। চীনের একটি ম্যাচ মেকিং সংস্থার দ্বারা ব্লাইন্ড ডেটে দেখা করতে রাজি হন তরুণ-তরুণী। কিন্তু ডেটে হাজির হতেই এমন ঘটনা ঘটে যে কোনও ক্রমে পালিয়ে বাঁচেন যুবক।
আরও পড়ুন: তুষার দেশের ‘ডন’! ৬৮০ কেজির ‘মোটু অ্যালবার্ট’-এর প্রিয় খাবার তিমির মাংস, ভয়ে কাঁটা গ্রামবাসীরা
কী এমন হয়েছিল সেদিন? যুবক নিজের মতো তৈরি হয়ে নির্দিষ্ট রেস্তরাঁয় হাজির হয়ে যান সময় মতো। কিন্তু তরুণীর আগমন হয় কিছুটা দেরিতে। তরুণী ব্লাইন্ড ডেট-এ আসেন বটে। কিন্তু একা নন। তিনি হাজির হন সবমিলিয়ে ২৩ জন আত্মীয়কে সঙ্গে নিয়ে। তরুণী দাবি করেন, তাঁর ভবিষ্যতের সঙ্গী কতটা উদারমনস্ক তা যাচাই করার জন্যেই এ কাজ করেন তিনি। তবে যুবকের অবশ্য তেমন কিছুই মনে হয়নি। তরুণীর কাজের ফল দাঁড়াল সম্পূর্ণ বিপরীত।
আরও পড়ুন: তুষার দেশের ‘ডন’! ৬৮০ কেজির ‘মোটু অ্যালবার্ট’-এর প্রিয় খাবার তিমির মাংস, ভয়ে কাঁটা গ্রামবাসীরা
যুবকের নাম প্রকাশ করা না হলেও যুবককে ‘শিয়াও লিউ’ নামে চিহ্নিত করা হয়েছিল স্থানীয় সংবাদমাধ্যমে। শিয়াও জানান, তিনি ভেবেছিলেন, রোমান্টিক ডিনারে একসঙ্গে বসে সঙ্গীর সঙ্গে মনের কথা আদানপ্রদান করবেন। কিন্তু রেস্তরাঁয় গিয়ে তিনি অবাক হয়ে দেখেন, তার ডেটের সঙ্গে উপস্থিত পুরো আত্মীয়কুল।
প্রাথমিক ভাবে অস্বস্তিতে পড়লেও ভদ্রতার খাতিরে কিছু বলেননি ওই যুবক। রেস্তরাঁয় খাওয়া-দাওয়া শুরু হয়েছিল সাধারণ ভাবেই। কিন্তু সময় যত গড়াতে থাকে জাঁকজমক ততই বাড়তে থাকে। নানা পদ অর্ডার করতে থাকেন তরুণীর আত্মীয়রা। কিছুক্ষণের মধ্যেই বিল দাঁড়ায় প্রায় ২০,০০০ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩ লাখ টাকা। এত বড় অঙ্কের বিল দেখে হতভম্ব হয়ে যান শিয়াও লিউ। তিনি জানান, এই বিল দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু তরুণীর পক্ষ থেকে কেউ বিল দিতে রাজি হননি। সেই মুহূর্তে উপায় না দেখে অজুহাত দেখিয়ে রেস্তরাঁ থেকে বেরিয়ে যান লিউ। কোনও ক্রমে সেখান থেকে পালিয়ে নিজের ফোন বন্ধ করে দেন তিনি।
আরও পড়ুন: তুষার দেশের ‘ডন’! ৬৮০ কেজির ‘মোটু অ্যালবার্ট’-এর প্রিয় খাবার তিমির মাংস, ভয়ে কাঁটা গ্রামবাসীরা
ঘটনার পর তীব্র বিতর্ক শুরু হয়। তরুণীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তিনি ইচ্ছে করেই আত্মীয়দের সঙ্গে নিয়ে এসেছিলেন। কারণ, তাঁর উদ্দেশ্য ছিল ডেট করতে আসা যুবক কতটা উদার ও দায়িত্ববান তা পরীক্ষা করা। যদি সত্যিই তিনি সম্পর্কে নিয়ে আন্তরিক হতেন, তবে সবাইকে খুশি মনে খাওয়ানোর মধ্য দিয়ে সেটা প্রমাণ করতেন তিনি। অন্যদিকে, শিয়াও লিউ স্পষ্ট জানিয়ে দেন, তিনি মাত্র দুই জনের খাবারের বিল বহন করতে রাজি, কিন্তু বাকিটা তিনি দেবেন না।
আরও পড়ুন: তুষার দেশের ‘ডন’! ৬৮০ কেজির ‘মোটু অ্যালবার্ট’-এর প্রিয় খাবার তিমির মাংস, ভয়ে কাঁটা গ্রামবাসীরা
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে প্রবল চর্চা শুরু হয়। চীনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ওয়েইবো’-তে ঘটনাটি প্রায় ২৬ কোটি বার শেয়ার করা হয়। নেটিজেনদের বিশাল অংশ শিয়াও লিউ-এর পক্ষে দাঁড়ান। তাঁদের মতে, একটি ব্লাইন্ড ডেট মানে শুধু দুই জন মানুষের ব্যক্তিগত আলাপ। সেখানে ২৩ জন আত্মীয় নিয়ে হাজির হওয়া শুধু অযৌক্তিক নয় বরং প্রতারণা। অনেকেই মন্তব্য করেন, ওই তরুণীর আচরণে স্পষ্ট ধরা পড়েছে লোভ। ডেটের অজুহাতে তিনি সপরিবার বিনামূল্যে খাবার খাওয়ার চেষ্টায় ছিলেন।
আরও পড়ুন: তুষার দেশের ‘ডন’! ৬৮০ কেজির ‘মোটু অ্যালবার্ট’-এর প্রিয় খাবার তিমির মাংস, ভয়ে কাঁটা গ্রামবাসীরা
ঘটনার পরে সম্পর্ক আর এগোয়নি। শিয়াও লিউ এবং ওই তরুণীর যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে খবরটি স্থানীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরাও জানান, আধুনিক ডেটিং সংস্কৃতিতে আর্থিক সামর্থ্যের প্রশ্ন গুরুত্বপূর্ণ হলেও এ ধরনের প্রকাশ্য পরীক্ষা শুধু অপমানজনক নয়, সম্পর্কের প্রতি একেবারেই অনাস্থার বহিঃপ্রকাশ।
