আজকাল ওয়েবডেস্ক: আলাস্কার ছোট্ট একটি গ্রাম কাকতোভিক। কিছুদিন আগেও এই গ্রামটির কথা খুব বেশি মানুষ জানতেন না। কিন্তু সম্প্রতি প্রচারের আলোয় উঠে এসেছে বরফে ঢাকা এই প্রান্তিক অঞ্চল। নেপথ্যে এই গ্রামের আশেপাশে থাকা এক বিশালবপু ভদ্রলোক থুড়ি, ভদ্র ভল্লুক।
2
8
এই গ্রামের আশেপাশেই থাকে বিরাট এক মেরু ভল্লুক বা পোলার বেয়ার। সানি ওরা তাকে ভালোবেসে নাম দিয়েছেন ‘ফ্যাট অ্যালবার্ট’ বা ‘মোটু অ্যালবার্ট’।
3
8
সাধারণত পুরুষ মেরু ভল্লুকের ওজন হয় ৪৫০ কিলোগ্রাম। সেখানে মোটু অ্যালবার্ট এর ওজন ৬৮০ কেজি। কাজেই বুঝতেই পারছেন কতটা বিশালবপু সে।
4
8
অ্যালবার্ট প্রচারের আলোয় আসে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার এডওয়ার্ড বোড্রিউ এর হাত ধরে। আলাস্কার অধিবাসী এডওয়ার্ডই প্রথম এই বিরাট ভল্লুকের ছবি তোলেন।
5
8
গ্রামের লোকজন অ্যালবার্টের আদর যত্নে কোনও ত্রুটি রাখেন না। তার প্রতি ভালোওবাসা তো বটেই, সমীহ এবং শ্রদ্ধাও রয়েছে গ্রামবাসীদের। এলাকাবাসীর দাবি ঠিকঠাক খেতে পেলে অ্যালবাম কখনও গ্রামে আসে না। কোনরকম উপদ্রবও করে না।
6
8
অ্যালবার্টের সবচেয়ে পছন্দের খাবার হল তিমির মাংস। স্থানীয় মৎস্যজীবীরা যখনই তিমি শিকার করেন, তখনই আলাদা করে কিছুটা মাংস তুলে রাখা হয় অ্যালবার্টের জন্য। তবে এখানে জানিয়ে রাখা ভাল, মেরু ভল্লুক এমন একটি বিরল প্রজাতির প্রাণী যারা মানুষকে সরাসরি নিজের শিকার হিসাবে দেখে।
7
8
শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে রেখে আসা হয় সেই মাংস। মেরু ভালুক পৃথিবীর সবচেয়ে বড় মাংসাশী স্থলচর প্রাণী। তাঁদের ঘ্রাণশক্তি প্রখর। প্রায় ৩২ কিলোমিটার দূর থেকে তারা খাবারের গন্ধ পায়। কাজেই মাংস রেখে আসার পর অ্যালবাম যেখানেই থাকুক ঠিক খাবার খেতে চলে আসে।
8
8
শুধু আলাস্কা নয়, গোটা বিশ্বজুড়ে বন্যপ্রাণীপ্রেমীদের কাছে অ্যালবার্ট অত্যন্ত প্রিয়। তাঁদের কাছে অ্যালবার্টের প্রতি গ্রামবাসীদের ভালবাসা মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের সহাবস্থানের এক অনন্য নজির।