আর মাত্র ২০-২১ দিন বাকি ২০২৫ শেষ হতে। ভাল, মন্দ মিশিয়ে কাটতে চলল এই বছরটা। যুদ্ধের আবহ, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, বিনোদন থেকে রাজনীতির জগতে একাধিক নক্ষত্রপতনের সাক্ষী থাকল ২০২৫। এবার সকলের নজর ২০২৬ -এর দিকে। নতুন বছর মানেই নতুন শুরু, নতুন আশা। কিন্তু জনপ্রিয় জ্যোতিষী মণীশ আগরওয়াল সম্প্রতি ২০২৬ নিয়ে যা যা ভবিষ্যদ্বাণী করলেন, তা শুনে চমকে উঠতে হয়। আগামী বছর একাধিক অঘটন ঘটতে পারে বলেই তিনি জানালেন। তালিকায় আছে কী কী? 

প্রথমত, একটি পডকাস্টে এই জনপ্রিয় জ্যোতিষী জানান ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি পদত্যাগ করতে পারেন। মে মাসের পরে এই অঘটন ঘটতে পারে বলেই তিনি জানিয়েছেন। তাহলে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী? সেই বিষয়েও আভাস দিয়েছেন। জানিয়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আলোচনায় নাম উঠবে যোগী আদিত্যনাথেরও। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই দৌড় থেকে ছিটকে যাবেন।

দ্বিতীয়ত, তিনি জানান ২০২৬-এ কেরিয়ারের অনন্য উচ্চতায় পৌঁছবেন বিরাট কোহলি। বলিউডে কামব্যাক করবেন তাঁর ঘরণী, তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। আর তার জেরেই দু'জনের মধ্যে বাড়তে পারে দূরত্ব। একে অন্যকে সময় দিতে পারবেন না এখনের মতো। তবে ডিভোর্স হওয়া, বা অন্যান্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা নেই। 

এই জনপ্রিয় জ্যোতিষী এদিন এও জানান, আগামী বছরটা মোটেই ভাল যাবে না অমিতাভ বচ্চনের স্বাস্থ্য। মার্কেশ যোগ শুরু হচ্ছে বিগ বির। মৃত্যুযোগ না থাকলেও, অসম্ভব ভোগান্তি এবং কষ্ট পেতে হতে পারে বলেই জানালেন তিনি।

তবে স্বস্তির খবর এই যে, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের মধ্যে যে দূরত্ব বেড়েছিল, তাঁদের ডিভোর্স নিয়ে যে জল্পনা শোনা যাচ্ছিল, তা থামবে। সমস্যা মিটিয়ে কাছাকাছি আসবেন তাঁরা পুনরায়। যদিও বিগত কিছু মাস রাই সুন্দরী এবং জুনিয়র বচ্চনকে আবারও একসঙ্গেই বিভিন্ন পার্টি, ইত্যাদিতে দেখা যাচ্ছে। সেই ঘনিষ্ঠতা আরও বাড়বে আগামীতে।

সলমন খান আধ্যাত্মিক জগতে মনোনিবেশ করতে পারেন আগামী বছর। এমনটাই জানিয়েছেন এই জ্যোতিষী। ২০২৬ সালের অগস্ট মাসের পর 'ভাইজান' -এর মধ্যে নাকি এই বদল দেখা যাবে।

২০২৬ -এর মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের দুর্নীতি প্রকাশ্যে আসবে। আর সেই কারণে সরকারের পতন পর্যন্ত হতে পারে। তিনি যে রাজনৈতিক দলের হবেন, তার অবস্থাও টলমল হয়ে যেতে পারে। 

কেবল বিনোদন বা রাজনৈতিক জগৎ নয়, তিনি এদিন কথা বলেছেন প্রকৃতি নিয়েও। জানিয়েছেন, আগামী বছরই ৬জি লঞ্চ হবে। এর জেরে বিপুল ক্ষতিগ্রস্ত হবে পাখিরা।