সাময়িক বিরতি কাটিয়ে ২০২৩ সালে বড়পর্দায় ফিরেই পরপর তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দেন শাহরুখ খান। তাঁর অনুরাগী থেকে দর্শকরা অপেক্ষা করে রয়েছেন আগামী ছবি অর্থাৎ 'কিং'য়ের জন্য। তার মাঝেই এল এক অন্য চমকপ্রদ খবর। ২০২৩ সালের অন্যতম চর্চিত ছবি 'পাঠান' -এর সিক্যুয়েল আসছে।
গুপ্তচর 'পাঠান' হিসেবে বড়পর্দায় শীঘ্রই ফিরছেন শাহরুখ খান। নিশ্চিত হয়ে গেল এই ছবির সিক্যুয়েল। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কিং খান, সেখানেই বিগত কয়েক মাস ধরে চলে আসা চর্চায় সিলমোহর পড়ে। ঘোষণা করা হয় 'পাঠান ২' -এর কথা।
দুবাইয়ে সম্প্রতি একটি রিয়েল এস্টেটের অনুষ্ঠান চলাকালীন শাহরুখ খানের নাম ফুটে ওঠে একটি টাওয়ারে, এই বহুতলের নাম রাখা হয়েছে তাঁরই নামে। আর তখনই মঞ্চ থেকে ঘোষণা করা হয় যে 'পাঠান ২' -এর কাজ শুরু হয়ে গিয়েছে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এখানেই দেখা গিয়েছে, সঞ্চালক বলছেন, 'যখন কোনও ছবি ব্লকবাস্টার হয়, তখন তার সিক্যুয়েল আসেই। যেমন 'পাঠান'। কী ঠিক তো? 'পাঠান ২' আসছে।' এই ঘোষণার সময় সঞ্চালকের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন বলিউডের বেতাজ 'বাদশা'। হেসে ধন্যবাদ জানান তিনি। তবে এ কথা ঠিক, যে ছবির নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এই অনুষ্ঠানে ছবির ঘোষণা হওয়ায় আপত্তি জানাননি 'কিং'-ও, যেন নীরবতাই সম্মতির লক্ষণ।
প্রসঙ্গত সদ্যই বড়পর্দায় মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে সেই ছবি। আর তার মধ্যেই এমন ঘোষণা আসায় উচ্ছ্বসিত দর্শকরা। এক ব্যক্তি এই ভিডিও এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে শেয়ার করে লেখেন, 'ধুরন্ধর ছবির পর গুপ্তচরের উপর ভিত্তি করে বানানো ছবিগুলি নিয়ে প্রত্যাশা গগনচুম্বি। পাঠান ফিরছে।'
কিন্তু কবে শুরু হবে 'পাঠান ২' -এর কাজ? ২০২৬ সালে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত 'কিং'। তাঁর সঙ্গে সেই ছবিতে থাকবেন যিশু সেনগুপ্ত, সুহানা খান, প্রমুখ। অন্যদিকে যশরাজ স্পাই ইউনিভার্সের আগামী ছবি 'আলফা'। আলিয়া ভাট অভিনীত সেই ছবি মুক্তি পাওয়ার পর ২০২৬ বা ২০২৭ সালে হয়তো 'পাঠান ২' ছবির কাজ শুরু হবে। চিলিতে শুটিং হবে এই ছবির। এরপর এই স্পাই ইউনিভার্সের ঝুলিতে রয়েছে সবথেকে বিগ বাজেট ছবি, 'টাইগার ভার্সেস পাঠান'। অর্থাৎ বড়পর্দায় মুখোমুখি হবেন শাহরুখ খান এবং সলমন খান।
PATHAAN is BACK 🔥😳
— Pan India Review (@PanIndiaReview)
ALL TIME GROSSER & the HIGHEST GROSSER from the Spy Universe to gets SEQUEL - #Pathaan2 ❤️😎#ShahRukhKhan movie likely to start next year after #Alpha release 😱😎
After #Dhurandhar the expectations from Spy movies are SKY HIGH 🙏🏻pic.twitter.com/hbq26aDOgjTweet by @PanIndiaReview
প্রসঙ্গত এদিন এই অনুষ্ঠানে কিং খান তাঁর ছবির ঘোষণা এবং তাঁর নামে একটি আস্ত বাড়ি নামাঙ্কিত হওয়ার পর ধন্যবাদ জানিয়ে বলেন, 'লন্ডনে ডিডিএলজির ব্রোঞ্জ মূর্তি তৈরি হল আমার, জাতীয় পুরস্কার জিতলেন, এবং দুবাইয়ে একটা বাড়ি হল আমার নামে। আমার মা বাবা হয়তো এখন আমায় নিয়ে গর্ব করছেন স্বর্গে বসে। আমার জন্য একটা বড় মুহূর্ত এটি।'
শাহরুখ খানকে শেষবার 'ডাঙ্কি' ছবিতে দেখা গিয়েছিল। রাজকুমার হিরানি পরিচালিত সেই ছবিটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল। এই ছবিতে অভিনেতার বিপরীতে ছিলেন তাপসী পান্নু।
