সমাজব্যবস্থার কথা উঠলেই, এক ঝটকায় উঠে আসে একটি অতিপ্রচলিত শব্দ, পুরুষতান্ত্রিক সমাজ। যদিও দিনে দিনে সমাজ উন্নত হচ্ছে। এখন মহিলারাও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অফিস-কাছারি সামলান। ক্রিকেট খেলেন, মহাকাশে পাড়ি দেন। কিছু ক্ষেত্রে কয়েক কদম এগিয়েও যান।
2
8
তবুও এখনও নানা ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ। অভিযোগ, বহু ক্ষেত্রে একই কাজের জন্য, পুরুষদের থেকে অনেক কম পারিশ্রমিক পান মহিলারা।
3
8
তবে, বিশ্বে এমন জায়গাও রয়েছে, যেখানে মহিলারা কর্মক্ষেত্রে বেতন পান পুরুষদের থেকে বেশি। অর্থাৎ বেশি পারিশ্রমিক পান।
4
8
লুক্সেমবার্গ। বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মানি ঘেরা, ইউরোপের ক্ষুদ্র দেশগুলির একটি। তবে, এটি আয়তনে ক্ষুদ্র হলেও, অন্যতম ধনী দেশ।
5
8
তথ্য, মহিলারা কেবল চাকরির সুযোগ এবং কিংবা কেরিয়ারে উন্নতির সুযোগ পান তেমনটা নয়। সেখানে মহিলারা পুরুষদের তুলনায় কিছুটা বেশি আয় করেন।
6
8
এই দেশ, কর্মক্ষেত্রে অভিযোগ ওঠা লিঙ্গ বৈষম্যের দিন পেরিয়ে এসেছে অনেক আগেই। উদযাপন করেছে পারিশ্রমিকের সমতাও। উলটে সাম্প্রতিক সময়ে সেই বিচারে আবার এগিয়ে গিয়েছেন মহিলারা।
7
8
সেখানে কর্মক্ষেত্রে মহিলাদের সংখ্যা কত? তথ্য, গত ৫০ বছরে, লুক্সেমবার্গে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
8
8
শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে অর্থ ও প্রযুক্তি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই সে দেশে মহিলারা প্রতিনিধিত্ব করেন।