পুরুষ কি কম পড়িয়াছে এই দেশে? 'শখ' মেটাতে কী করেন এখানকার মহিলারা?
নিজস্ব সংবাদদাতা
১০ ডিসেম্বর ২০২৫ ১৯ : ৩১
শেয়ার করুন
1
5
এক অদ্ভুত খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে লাটভিয়ায়। এখানে খাদ্য-বস্ত্র নয়, পুরুষের 'খরা' চলছে। ইউরোপের এই দেশে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে প্রায় ১৫.৫% বেশি। ফলে অনেক মহিলাকে একপ্রকার বাধ্য হয়ে ঘন্টার হিসেবে স্বামী 'ভাড়া' করে ঘরের ছোটখাটো কাজ করাতে হচ্ছে।
2
5
বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই মহিলা-পুরুষ অনুপাতের হার আরও বেশি। পুরুষের তুলনায় ৬৫ বছরের বেশি বয়সী মহিলাদের সংখ্যা প্রায় দ্বিগুণ। এর প্রভাব পড়ছে শ্রম বাজারে সামাজিক জীবনে এবং বাড়ির দৈনন্দিন কাজকর্মে। অনেক মহিলা তাই বিদেশে গিয়ে সঙ্গী খুঁজছেন।
3
5
কমান্ডা২৪-এর মতো প্ল্যাটফর্মগুলো বাড়িতে পুরুষ পাঠায়, যারা জলের কাজ, কাঠমিস্ত্রির কাজ, আসবাব মেরামতসহ নানা খুঁটিনাটি কাজ করে দেয়। এখানে কোনও সম্পর্কে জড়ানোর ঝামেলা নেই। স্রেফ টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়।
4
5
লাটভিয়ার পুরুষরা তুলনামূলকভাবে অল্প বয়সে মারা যান বলে মত বিশেষজ্ঞদের। এর কারণ অতিরিক্ত ধূমপানের হার এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন। দেশের ৩১% পুরুষ ধূমপান করেন, যা মহিলাদের তুলনায় তিনগুণ বেশি। স্থূলতার হারও পুরুষদের মধ্যে লাটভিয়ায়।
5
5
"এক ঘণ্টার স্বামী" ভাড়া শুধু লাটভিয়াতেই নয়, সম্প্রতি অন্যান্য দেশেও দেখা যাচ্ছে। ব্রিটেনের লরা ইয়ং নিজের স্বামীকে ভাড়া দিয়ে আলোচনায় উঠে এসেছিলেন। তাদের “রেন্ট মাই হ্যান্ডি হাসব্যান্ড” পরিষেবা নানা কাজের জন্য পুরুষ ভাড়া করে দেয়। ঘণ্টা বা রোজকার ভিত্তিতেও এই ভাড়া জনপ্রিয় হয়েছে।