আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীকে ফের একবার তীব্র কটাক্ষের সামনে পড়তে হল। তিনি বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা। সংসদে বর্তমানে শীতকালীন অধিবেশন চলছে। এরই মাঝে রাহুল গান্ধী জার্মানিতে ভ্রমণের পরিকল্পনা করেছেন। আর এখানেই তাঁকে কোণঠাসা করেছে বিজেপি। রাহুলকে ভ্রমণের নেতা বলে কটাক্ষ করল বিজেপি। নিজের ভ্রমণের জন্য রাহুল যে নিজের কাজ থেকে দূরে সরে যাচ্ছেন সেবিষয়ে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। 


বিজেপির এই আক্রমণের পর পিছিয়ে যায়নি হাত শিবিরও। তারাও প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে তুলে ধরেছে। চলতি মাসের ১৫ থেকে ২০ ডিসেম্বরই বার্লিনে যাবেন রাহুল। সেখানে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলেই খবর মিলেছে। বিজেপি মুখপাত্র সাজেদ পুনাওয়ালা বলেছেন, রাহুল গান্ধী মানেই হল ভ্রমণের নেতা। তিনি রাজনীতি নিয়ে একেবারেই চিন্তাভাবনা করেন না। তিনি একজন অমনোযোগী রাজনীতিবিদ। যখন সংসদে সকলে কাজের মধ্যে থাকে তখন তিনি ছুটির মেজাজে থাকেন। 


তিনি আরও বলেন, সম্প্রতি বিহার ভোটে তিনি জঙ্গলে ঘুরতে যান। ফলে সেখান থেকেই বিহারের মানুষ তার পরিস্থিতি বুঝতে পেরেছেন। কী কারণে রাহুল জার্মানি যাচ্ছেন সেটি একেবারেই স্পষ্ট নয়। সেখানে তিনি দেশের হয়ে কোনও কাজ করবেন না। নিজের স্বার্থ পূরণ করবেন।


কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, রাহুল গান্ধী প্রতি বছরই শীতকালে ভ্রমণ করতে যান। এরপর তিনি সেখান থেকে ঘুরে এসে বলেন তাকে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হল না। কিন্তু সেই কারণের জন্য যে তিনি নিজেই দায়ী সেকথা তিনি স্বীকার করবেন না।


বিজেপির এই আক্রমণের কড়া জবাব দিয়েছেন রাহুল গান্ধীর বোন তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, মোদিজি তার বছরের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটান। তাহলে তিনি কীভাবে রাহুলের কথা বলছেন। বিরোধী দলনেতার কাজ নিয়ে কোনও প্রশ্ন তোলার অধিকার বিজেপির নেই।


কংগ্রেস নেতা গৌরব গগৈ বিজেপিকে একহাত নিয়ে বলেন, সংসদে রাহুল গান্ধীর প্রশ্নের কোনও জবাব নেই বিজেপির কাছে। তারা কেবল পালিয়ে যেতে পারলেই ব্যস্ত। সেখানে রাহুল গান্ধী নিয়ে এত কথা তাদের মুখে মানায় না। এই ধরণের কথা বলে তারা রাহুল গান্ধীকে কোণঠাসা করার চেষ্টা করছেন।  


কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে রাহুল গান্ধী বার্লিনে দলের কাজেই যাবেন। কংগ্রেস যাতে আন্তর্জাতিক মহলে আরও কাজ করতে পারে সেজন্যেই রাহুল গান্ধীর এই সফর। সেখানে বিজেপি কী মন্তব্য করল তাতে কিছু যায় আসে না। 


প্রসঙ্গত, সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে। সেখানে বেশ কয়েকটি নতুন বিল পেশ করা হয়েছে। এই বিলগুলি নিয়ে সরকার এবং বিরোধী শিবিরে আলোচনা হয়েছে। তারই মাঝে রাহুল গান্ধীর জার্মানি সফর এখন সকলের নজরে। সেখানে কংগ্রেসকে চাপে ফেলতে এই ধরণের মন্তব্য করেছে বিজেপি। বিজেপিকে পাল্টা জবাব দিয়ে কংগ্রেসও দেখিয়েছে তারাও প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।